নারী সংবাদকর্মীকে অশ্লীল ভিডিও পাঠিয়ে কারাগারে যুবক
গ্রেফতার ইসমাইল হোসেন
নোয়াখালীতে নারী সংবাদকর্মীকে অশ্লীল ভিডিও পাঠিয়ে হয়রানির অভিযোগে ইসমাইল হোসেন নামে এক যুবককে গ্রেফতার করেছে পুলিশ।
বুধবার (৬ এপ্রিল) বিকেলে আদালতের মাধ্যমে তাকে জেলা কারাগারে পাঠানো হয়।

পুলিশ জানায়, জেলায় কর্মরত এক নারী সাংবাদিককে মো. ইসমাইল হোসেন নামে এক যুবক তাকে সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকের ম্যাসেঞ্জারে অনৈতিক প্রস্তাব দেন। এতে রাজি না হওয়ায় তিনি ওই নারী সাংবাদিককে একাধিক অশ্লীল ভিডিও পাঠান। এতে ওই নারী বিব্রত হয়ে থানায় লিখিত অভিযোগ দেন। বিষয়টি তদন্ত করে সত্যতা পাওয়ায় মঙ্গলবার (৫ এপ্রিল) রাতে ইসমাইল হোসেন নামে ওই যুবককে গ্রেফতার করা হয়েছে।
সুধারাম মডেল থানার পরিদর্শক (তদন্ত) মো. জাকির হোসেন গ্রেফতারের বিষয়টি নিশ্চিত করে জাগো নিউজকে বলেন, নারী সাংবাদিকের অভিযোগের পরিপ্রেক্ষিতে পর্নোগ্রাফি নিয়ন্ত্রণ আইনে ওই যুবকের বিরুদ্ধে মামলা হয়েছে। বুধবার তাকে আদালতের মাধ্যমে জেলহাজতে পাঠানো হয়েছে। মামলাটি গুরুত্ব সহকারে তদন্ত করা হচ্ছে।
ইকবাল হোসেন মজনু/এসজে/এএসএম
সর্বশেষ - দেশজুড়ে
- ১ মাতারবাড়ী কয়লা বিদ্যুৎকেন্দ্রের স্ক্র্যাপ ইয়ার্ডে আগুন
- ২ সীমান্তে সড়ক নির্মাণ নিয়ে কথা রাখেনি বিএসএফ, ফের পতাকা বৈঠক
- ৩ নাগরিকত্ব জটিলতায় ঝুলে রইলো বিএনপি প্রার্থী ফাহিম চৌধুরীর ভাগ্য
- ৪ দাঁড়িপাল্লার পক্ষে না থাকলে ওয়াজ মাহফিল শোনার দরকার নাই
- ৫ স্কুলশিক্ষককে হাতুড়িপেটা করার অভিযোগ দুই কিশোরের বিরুদ্ধে