ভিডিও ENG
  1. Home/
  2. দেশজুড়ে

চাঁদপুর জেলা বিএনপির সভাপতি কারাগারে

জেলা প্রতিনিধি | চাঁদপুর | প্রকাশিত: ০৪:২৪ পিএম, ১০ এপ্রিল ২০২২

চাঁদপুর জেলা বিএনপির সভাপতি শেখ ফরিদ আহমেদ মানিককে কারাগারে পাঠিয়েছেন আদালত।

রোববার (১০ এপ্রিল) বেলা ১১টায় জেলা ও দায়রা জজ এস জিয়াউর রহমান জামিন নামঞ্জুর করে তাকে কারাগারে পাঠানোর নির্দেশ দেন।

রাষ্ট্রপক্ষের আইনজীবী রণজিৎ রায় চৌধুরী জানান, ২০১৮ সালের ৭ অক্টোবর বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার মুক্তির দাবিতে বিক্ষোভ মিছিল  করে ও রেললাইন উপড়ে ফেলে বিএনপির নেতাকর্মীরা। এসময় পুলিশ বাধা দিলে বিক্ষোভকারীরা পুলিশের ওপর হামলা করে। পরে পুলিশ বাদী হয়ে শেখ ফরিদ আহমেদ মানিককে প্রধান আসামি করে একটি মামলা করে।

চাঁদপুর জেলা বিএনপির সাধারণ সম্পাদক অ্যাডভোকেট সলিম উল্ল্যাহ সেলিম বলেন, নির্বাচন বানচালের জন্য বিএনপির বিরুদ্ধে গায়েবি মামলা করা হয়। কালীবাড়িতে ঘটনার দিন তিনি হাজারো নেতাকর্মী নিয়ে রেললাইন উত্তোলন করেছেন মর্মে পুলিশ বাদী হয়ে মামলাটি করেন। তিনি এ গায়েবি মামলার কোনো আসামি ছিলেন না। নতুন করে তার নাম চার্জশিটে যুক্ত করা হয়েছে।

নজরুল ইসলাম আতিক/আরএইচ/জিকেএস