ভাসানচরে রোহিঙ্গা কিশোরী ধর্ষণ, যুবক গ্রেফতার
ফাইল ছবি
নোয়াখালীর হাতিয়ার ভাসানচর আশ্রয়ণ কেন্দ্রে কিশোরীকে (১৩) ধর্ষণের অভিযোগে মনির উদ্দিন (৩০) নামের এক রোহিঙ্গা যুবককে গ্রেফতার করেছে পুলিশ।
রোববার (১০ এপ্রিল) বিকেলে গ্রেফতার মনির উদ্দিনকে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে। তিনি ৭৭ নম্বর ক্লাস্টারের বাসিন্দা জমির উদ্দিনের ছেলে।
ভাসানচর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. ইমদাদুল হক রাতে বিষয়টি জাগো নিউজকে নিশ্চিত করেন।
তিনি বলেন, ‘গত ১ এপ্রিল সন্ধ্যায় একই ক্লাস্টারের মনির উদ্দিন ওই কিশোরীকে টয়লেটে আটকে জোরপূর্বক ধর্ষণ করেছে। এ সময় কিশোরী চিৎকার করলে তিনি পালিয়ে যান। পরে এ ঘটনায় ৭ এপ্রিল ভুক্তোভোগীর পরিবার ভাসানচর থানায় নারী ও শিশু নির্যাতন দমন আইনে মামলা দায়ের করেন। ওই মামলায় রোববার আসামিকে গ্রেফতার করে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে। অপরদিকে ২৫০ শয্যা বিশিষ্ট নোয়াখালী জেনারেল হাসপাতালে নির্যাতিত কিশোরীর ডাক্তারি পরীক্ষার সম্পন্ন হয়েছে।’
ইকবাল হোসেন মজনু/আরএইচ/জিকেএস
সর্বশেষ - দেশজুড়ে
- ১ মাতারবাড়ী কয়লা বিদ্যুৎকেন্দ্রের স্ক্র্যাপ ইয়ার্ডে আগুন
- ২ সীমান্তে সড়ক নির্মাণ নিয়ে কথা রাখেনি বিএসএফ, ফের পতাকা বৈঠক
- ৩ নাগরিকত্ব জটিলতায় ঝুলে রইলো বিএনপি প্রার্থী ফাহিম চৌধুরীর ভাগ্য
- ৪ দাঁড়িপাল্লার পক্ষে না থাকলে ওয়াজ মাহফিল শোনার দরকার নাই
- ৫ স্কুলশিক্ষককে হাতুড়িপেটা করার অভিযোগ দুই কিশোরের বিরুদ্ধে