ত্রাণের টিনে পোলট্রির খামার, মালিকের কারাদণ্ড
প্রতীকী ছবি
দুস্থদের জন্য বরাদ্দ দেওয়া ত্রাণের টিন দিয়ে পোলট্রির খামার নির্মাণ করায় মো. আনোয়ার হোসেন সবুজ নামে এক খামারিকে পাঁচ বছরের সশ্রম কারাদণ্ড ও ৫০ হাজার টাকা জরিমানা করেছেন আদালত।
দুর্নীতি দমন কমিশনের (দুদক) মামলায় মঙ্গলবার (১২ এপ্রিল) দুপুরে নোয়াখালী স্পেশাল জজ আদালতের বিচারক এ এন এম মোর্শেদ খান আসামির অনুপস্থিতিতে এ রায় ঘোষণা করেন।
দণ্ডপ্রাপ্ত মো. আনোয়ার হোসেন সবুজ ফেনী সদর উপজেলার পশ্চিম ছনুয়া গ্রামের বাসিন্দা। একই মামলার অপর আসামি ফেনী সদর উপজেলার ৯নং লেমুয়া ইউনিয়ন পরিষদের (ইউপি) তৎকালীন চেয়ারম্যান ফেরদৌস কোরেশিকে খালাস দিয়েছেন আদালত।
নোয়াখালী দুদকের পিপি (পাবলিক প্রসিকিউটর) অ্যাডভোকেট মো. আবুল কাশেম জাগো নিউজকে বিষয়টি নিশ্চিত করেছেন।
তিনি বলেন, আসামি আনোয়ার হোসেন সবুজ দুস্থদের মাঝে বিতরণের জন্য ১০৮ পিস ত্রাণের টিন দিয়ে পোলট্রির খামারের চাল নির্মাণ করেন। ২০০৭ সালের ২৫ ফেব্রুয়ারি আইনশৃঙ্খলা বাহিনী ওই খামার থেকে টিন উদ্ধার করে সবুজকে আসামি করে ফেনী থানায় মামলা দায়ের করেন। মামলায় নোয়াখালী দুদকের তৎকালীন সহকারী পরিচালক বর্তমানে প্রধান কার্যালয়ের উপ-পরিচালক জালাল উদ্দিন আহমেদ তদন্ত করে আদালতে প্রতিবেদন দাখিল করেন।
পিপি আরও বলেন, মামলার রায়ে আসামি মো. আনোয়ার হোসেন সবুজকে দোষী সাব্যস্ত করে পাঁচ বছরের সশ্রম কারাদণ্ড ও ৫০ হাজার টাকা অর্থদণ্ড করেন বিচারক। একই সঙ্গে অপর আসামি ইউপি চেয়ারম্যান ফেরদৌস কোরেশিকে নির্দোষ সাব্যস্তে খালাস দেন।
ইকবাল হোসেন মজনু/এমআরআর/এএসএম
সর্বশেষ - দেশজুড়ে
- ১ মাতারবাড়ী কয়লা বিদ্যুৎকেন্দ্রের স্ক্র্যাপ ইয়ার্ডে আগুন
- ২ সীমান্তে সড়ক নির্মাণ নিয়ে কথা রাখেনি বিএসএফ, ফের পতাকা বৈঠক
- ৩ নাগরিকত্ব জটিলতায় ঝুলে রইলো বিএনপি প্রার্থী ফাহিম চৌধুরীর ভাগ্য
- ৪ দাঁড়িপাল্লার পক্ষে না থাকলে ওয়াজ মাহফিল শোনার দরকার নাই
- ৫ স্কুলশিক্ষককে হাতুড়িপেটা করার অভিযোগ দুই কিশোরের বিরুদ্ধে