ভিডিও ENG
  1. Home/
  2. দেশজুড়ে

১০ টাকা বেশি নেওয়ায় জরিমানা ৫০ হাজার

জেলা প্রতিনিধি | নোয়াখালী | প্রকাশিত: ০৮:১৪ পিএম, ১২ এপ্রিল ২০২২

নোয়াখালীর বেগমগঞ্জে সরকার নির্ধারিত দামের চেয়ে প্রতি লিটার সয়াবিন তেলে ১০ টাকা বেশি নেওয়ায় এক ব্যবসায়ীকে ৫০ হাজার টাকা জরিমানা করেছে ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর।

মঙ্গলবার (১২ এপ্রিল) দুপুরে চৌমুহনীর মেসার্স জয় রাম ভান্ডারকে এ জরিমানা করা হয়।

অভিযান পরিচালনা করেন জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর নোয়াখালী শাখার সহকারী পরিচালক মো. কাউছার মিয়া।

jagonews24

তিনি জাগো নিউজকে বলেন, প্রতি লিটার সয়াবিন তেলের সরকার নির্ধারিত দাম ১৩৬ টাকা। তবে মেসার্স জয় রাম ভান্ডার দাম রাখছিল ১৪৬ টাকা। এ অপরাধে প্রতিষ্ঠানটিকে ৫০ হাজার টাকা জরিমানা করা হয়েছে। সেইসঙ্গে ভবিষ্যতের জন্য সতর্ক করে দেওয়া হয়েছে।

জনস্বার্থে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে বলে জানান এ কর্মকর্তা।

এসময় বেগমগঞ্জ মডেল থানার পুলিশসহ ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর নোয়াখালী শাখার কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

ইকবাল হোসেন মজনু/এসআর/এএসএম