ভিডিও ENG
  1. Home/
  2. দেশজুড়ে

সম্পত্তির বিরোধে বড় ভাইয়ের কিল-ঘুষিতে ছোট ভাই নিহত

জেলা প্রতিনিধি | চাঁদপুর | প্রকাশিত: ০৭:৩৮ পিএম, ১৭ এপ্রিল ২০২২

চাঁদপুরের হাজীগঞ্জে সম্পত্তি নিয়ে বিরোধকে কেন্দ্র করে বড় ভাইয়ের কিল-ঘুষিতে ছোট ভাই নিহতের অভিযোগ উঠেছে। রোববার (১৭ এপ্রিল) বেলা ১১টার দিকে উপজেলার ৮নং হাটিলা পূর্ব ইউনিয়নের হাড়িয়াইন মিজি বাড়িতে এ ঘটনা ঘটে।

নিহত সেলিম মিয়া (৪৫) উপজেলা পরিষদ বায়তুল আমান জামে মসজিদের মোয়াজ্জেম ছিলেন। এ ঘটনার পর থেকে বড় ভাই নজরুল মিয়া (৫০) ও তার পরিবারের সদস্যরা বাড়ি ছেড়ে পালিয়েছেন।

নিহতের মেয়ে আয়শা বলেন, বেলা ১১টার দিকে আমার বাবা ও জ্যাঠা (চাচা) নজরুল মিয়ার মধ্যে জায়গা জমি সংক্রান্ত সালিশ হওয়ার কথা ছিল। সালিশের আগেই বাবা-জ্যাঠার মধ্যে কথা কাটাকাটি শুরু হয়। এক পর্যায়ে জ্যাঠা বাবাকে কিল-ঘুষি মারেন। এতে বাবা মাটিতে পড়ে যান। পরে তাকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।

স্থানীয় ইউপি সদস্য খোরশেদ বলেন, তিনদিন আগে নজরুল আমার কাছে এসে বলেন, সেলিম বাড়িতে ঘর করেছে কিন্তু যাতায়াতের যায়গা রাখেনি। বিষয়টা সমাধানের আগেই তারা দুই ভাই মারামারি করে এ দুর্ঘটনা ঘটিয়েছে।

এ বিষয়ে হাজীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জোবাইর সৈয়দ বলেন, খবর পেয়ে হাসপাতাল থেকে মরদেহ উদ্ধার করে থানায় আনা হয়েছে। এছাড়া পরিদর্শক ইব্রাহীম খলিল ঘটনাস্থলে তদন্তে গিয়েছেন। তদন্ত শেষে মূল ঘটনা জানা যাবে। এ বিষয়ে আইনানুগ ব্যবস্থা প্রক্রিয়াধীন।

নজরুল ইসলাম আতিক/এমআরআর/জিকেএস