খালের পানিতে পড়ে প্রাণ গেলো দুই শিশুর
ফাইল ছবি
ঝালকাঠির নলছিটিতে খালের পানিতে ডুবে দুই শিশুর মৃত্যু হয়েছে। বৃস্পতিবার (২১ এপ্রিল) বিকেলে উপজেলার নাচনমহল ইউনিয়নের খাগড়াখানা গ্রামে বরিশাল নৌ ফায়ার সার্ভিসের ডুবুরি দল মরদেহ দুটি উদ্ধার করে।
মৃতরা হলো-খাগড়াখানা এলাকার দিনমজুর মো. শহিদ হাওলাদের মেয়ে রাফিজা আক্তার (৭) ও একই এলাকার সোহেলের ছেলে আল আমিন (৬)।
নাচন মহল ইউনিয়নের গোবিন্দপুর এলাকার ইউপি মেম্বার জামাল হোসেন জানান, দুপুরে খাগড়াখানা বিলাম হাসপাতালের সামনের খালে পানিতে পড়ে দুই শিশু নিখোঁজ হন। পরে স্থানীয়রা অনেক খোঁজাখুঁজি করেও না পেয়ে নলছিটি ফায়ার সার্ভিসকে খবর দেন। তারা বরিশাল ফায়ার সার্ভিসের ডুবুরি দলকে খবর দেন। তারা এসে প্রায় দেড় ঘণ্টা পর বিকেলে দুই শিশুর মরদেহ উদ্ধার করেন।
বরিশাল নৌ ফায়ার সার্ভিসের ডুবুরি দলের লিডার হুমায়ুন কবির জানান, মরদেহ দুটি পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।
এ বিষয়ে নলছিটি থানার ওসি (তদন্ত) মনোরঞ্জন মিস্ত্রি বলেন, খবর পেয়ে নলছিটি থানা পুলিশ ঘটনাস্থলে গেছে। এখন পর্যন্ত বিস্তারিত কোনো তথ্য পাইনি।
আতিকুর রহমান/এসআর/জেআইএম