ভিডিও EN
  1. Home/
  2. দেশজুড়ে

কালবৈশাখী: শিমুলিয়া-বাংলাবাজার রুটে লঞ্চ-ফেরি চলাচল বন্ধ

জেলা প্রতিনিধি | মুন্সিগঞ্জ | প্রকাশিত: ০৫:০৬ পিএম, ২২ এপ্রিল ২০২২

কালবৈশাখী ঝড়ের কারণে পদ্মা নদীর শিমুলিয়া-বাংলাবাজার রুটে লঞ্চ, স্পিডবোট ও ফেরি চলাচল বন্ধ ঘোষণা করা হয়েছে।

শুক্রবার (২২ এপ্রিল) বিকেল ৪টার দিকে যাত্রীদের নিরাপত্তা ও দুর্ঘটনা এড়াতে এমন পদক্ষেপ নিয়েছে বিআইডব্লিউটিএর নদী বন্দর কর্তৃপক্ষ। পরবর্তী নির্দেশনা না দেওয়া পর্যন্ত এ রুটে এসব নৌযান বন্ধ থাকবে।

এদিকে ফেরি চলাচল বন্ধ হওয়ায় ঘাট এলাকায় পারাপারের অপেক্ষায় আটকা পড়েছে অর্ধশতাধিক যানবাহন।

বিআইডব্লিউটিএ শিমুলিয়া ঘাটের নৌ-নিরাপত্তা ও ট্রাফিক ব্যবস্থাপনা বিভাগের সহকারী পরিচালক মো. শাহাদাত হোসেন বিষয়টি নিশ্চিত করেছেন।

তিনি জানান, শিমুলিয়া-বাংলাবাজার ও মাজিরকান্দি নৌরুটে মোট ১৫৩টি স্পিডবোট ও ৮৭টি লঞ্চ চলাচল করছিল। তবে কালবৈশাখী ঝড়ের কারণে যাত্রীদের নিরাপত্তা ও দুর্ঘটনা এড়াতে বিকেল ৪টা ১০মিনিট থেকে নৌযানগুলো বন্ধ রাখা হয়েছে। নদীর অবস্থা স্বাভাবিক হলে আবার তা চলাচল শুরু করবে।

বিআইডব্লিউটিসি শিমুলিয়া ঘাটের ব্যবস্থাপক (বাণিজ্য) মোহাম্মদ ফয়সাল বলেন, ঝড়-বৃষ্টির কারণে সাড়ে ৪টার দিকে ফেরি চলাচল বন্ধ রাখা হয়। ঘাটে বর্তমানে ৭০-৮০টি যানবাহন পারাপারের অপেক্ষায় আছে। আবহাওয়া অনুকূলে আসলে আবারও ফেরি সচল হবে। তখন এসব যানবাহন পারাপার শুরু করবে।

আরাফাত রায়হান সাকিব/এমআরআর/এএসএম