ভিডিও EN
  1. Home/
  2. দেশজুড়ে

হামলাকারীদের গ্রেফতার দাবিতে নাটোরে বাস মালিক সমিতির আল্টিমেটাম

জেলা প্রতিনিধি | নাটোর | প্রকাশিত: ০৫:৩৪ পিএম, ২৩ এপ্রিল ২০২২

নাটোর জেলা বাস-মিনিবাস মালিক সমিতি কার্যালয়ে দুর্বৃত্ত হামলার ঘটনায় অভিযুক্ত সবাইকে গ্রেফতার করে বিচারের দাবি জানানো হয়েছে। তা না হলে আগামী ২৭ এপ্রিল থেকে জেলার অভ্যন্তরে পরিবহন ধর্মঘটের আল্টিমেটাম দেওয়া হয়েছে।

শনিবার (২৩ এপ্রিল) বিকেল ৩টায় নাটোর জেলা বাস-মিনিবাস মালিক সমিতি কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে সমিতির আহ্বায়ক লক্ষণ পোদ্দার এ হুঁশিয়ারি দেন।

তিনি বলেন, অভিযুক্ত দুজনকে গ্রেফতার করা হলেও এখনো তাদের রিমান্ডে নেওয়া হয়নি। আমরা ঘটনার নেপথ্যে কারা রয়েছে সেটা জানতে চাই।

jagonews24

সংবাদ সম্মেলনে ওই হামলায় আহত বাস মালিক মজিবর রহমান, আব্দুর রশিদসহ অন্যরা উপস্থিত ছিলেন।

এ বিষয়ে নাটোর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নাছিম উদ্দিন বলেন, অভিযুক্ত দুজনকে গ্রেফতার করা হয়েছে। বাকিদের গ্রেফতারে চেষ্টা চলছে। তদন্তাধীন বিষয়ে এর বেশি কিছু বলা সম্ভব নয়।

এর আগে গত ২১ এপ্রিল নাটোর জেলা বাস-মিনিবাস মালিক সমিতির কার্যালয়ে দুর্বৃত্ত হামলার ঘটনা ঘটে। এতে তিন বাস মালিক আহত হন।

রেজাউল করিম রেজা/এমআরআর/এএসএম