নাটোরে সন্ত্রাসী হামলায় তিন বাসমালিক আহত

জেলা প্রতিনিধি
জেলা প্রতিনিধি জেলা প্রতিনিধি নাটোর
প্রকাশিত: ০১:৪৪ এএম, ২২ এপ্রিল ২০২২
হামলায় আহত একজন

নাটোরে বাস-মিনিবাস মালিক সমিতির নির্বাচনকে কেন্দ্র করে সন্ত্রাসী হামলায় তিন বাসমালিক আহত হয়েছেন। বৃহস্পতিবার (২১ এপ্রিল) ইফতারের পর জেলা বাস-মিনিবাস মালিক সমিতির অভ্যন্তরে এই হামলার ঘটনা ঘটে।

হামলার পর আহত তিনজনকে নাটোর সদর হাসপাতালে নেওয়া হয়। তাদের মধ্যে গুরুতর আহত নাবিলা পরিবহনের মালিক বাবুল আকতারকে ভর্তি করা হয়। বাকিদের চিকিৎসা দিয়ে ছেড়ে দেওয়া হয়।

পুলিশ ও প্রত্যক্ষদর্শীরা জানান, সন্ধ্যা ৭টার দিকে কানাইখালি এলাকায় জেলা বাস-মিনিবাস মালিক সমিতির অফিসে বসে ছিলেন বাস মালিকরা। এসময় ৮/৯ জনের একটি সন্ত্রাসী দল অতর্কিত অফিসে প্রবেশ করে হামলা চালায়।

এসময় বাবুল আকতারসহ রাজকিয় পরিবহনের মালিক মজিবর রহমান এবং হিমেল পরিবহনের মালিক আব্দুর রশিদ আহত হন।

এ বিষয়ে নাটোর জেলা বাস-মিনিবাস মালিক সমিতির সদস্য ও নাটোর জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক শরিফুল ইসলাম রমজান বলেন, একটি সন্ত্রাসী গোষ্ঠী ভয়ভীতি দেখিয়ে নির্বাচনকে বাধাগ্রস্ত করার জন্য পরিকল্পিতভাবে এই হামলা চালিয়েছে। কিন্তু যেকোনো মূল্যে আগামী ৫ মে নাটোর জেলা বাস-মিনিবাস মালিক সমিতির নির্বাচন অনুষ্ঠিত হবে।

নাটোরের পুলিশ সুপার লিটন কুমার সাহা বলেন, খবর পেয়ে ঘটনাস্থল পরিদর্শন করে সিসিটিভির ফুটেজ সংগ্রহ করেছে পুলিশ। হামলার সঙ্গে জড়িতদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে।

রেজাউল করিম রেজা/ইএ

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।