ভিডিও EN
  1. Home/
  2. দেশজুড়ে

শিমুলিয়া-বাংলাবাজারে যুক্ত হচ্ছে আরও চার ফেরি

জেলা প্রতিনিধি | মুন্সিগঞ্জ | প্রকাশিত: ০২:০০ পিএম, ২৪ এপ্রিল ২০২২

বেশ কয়েকমাস ধরেই শিমুলিয়া-বাংলাবাজার নৌরুটে ফেরির সংখ্যা সীমিত। পদ্মা সেতুর নিরাপত্তায় রাতে বন্ধ থাকে এই নৌরুটের ফেরি চলাচল। দিনে শুধুমাত্র ব্যক্তিগত ও হালকা যানবাহন পারাপার করা হচ্ছে। যে কারণে প্রতিদিনই পদ্মা পাড়ি দিতে ঘণ্টার পর ঘণ্টা যানবাহনের অপেক্ষা করতে হয়।

গত বছর এ রুটে যেখানে ১৬ থেকে ১৭টি ফেরি ছিলো এ বছর চালু আছে মাত্র ৬টি ফেরি। এমন পরিস্থিতে ঈদে বাড়তি যানবাহনের চাপে তীব্র ভোগান্তির আশঙ্কা এই নৌরুটে যাতায়াতকারীদের। তবে যাত্রী দুর্ভোগ লাঘবে এরমধ্যেই প্রয়োজনীয় উদ্যোগ গ্রহণের কথা জানিয়েছে বিআইডব্লিউটিসি কর্তৃপক্ষ।

ঈদে ঘরমুখী মানুষ ও হালকা যানবাহন পারাপারে শিমুলিয়া-বাংলাবাজার ও শিমুলিয়া-মাঝিকান্দি নৌরুটে যুক্ত করা হচ্ছে আরো চারটি ফেরি। এতে বহরের ফেরির সংখ্যা দাড়াবে দশে। এরমধ্যেই মিডিয়াম ফেরি ক্যামেলিয়া বহরে যুক্ত হয়েছে।

এছাড়াও দুই নৌরুটেই রাতে ও দিনে ২৪ ঘণ্টা ফেরি চলাচলের প্রস্তুতি নেওয়া হচ্ছে বলেও জানিয়ছেন সংশ্লিষ্টরা।

শিমুলিয়া-বাংলাবাজারে যুক্ত হচ্ছে আরও চার ফেরি

এ বিষয়ে বিআইডব্লিউটিসির পরিচালক (বাণিজ্য) এসএম আশিকুজ্জামান জাগো নিউজকে জানান, শিমুলিয়া-বাংলাবাজার ও শিমুলিয়া-মাঝিকান্দি নৌরুটে ঈদে ফেরি থাকবে ১০টি। ৬টি চালুর পাশাপাশি আরো ৪টি যুক্ত করা হবে। এরুটে ২৪ ঘণ্টা ফেরি চলাচলের জন্য আমরা সেতু কর্তৃপক্ষকে চিঠি দিয়েছি। আশা করছি এটি অনুমোদন হবে। সেক্ষেত্রে শিমুলিয়া-বাংলাবাজার এবং শিমুলিয়া মাঝিকান্দি নৌরুটে ২৪ ঘণ্টা ফেরি চলাচল করবে। এই নৌরুটে যেহেতু শুধুমাত্র ছোট গাড়ি পার হবে সেক্ষেত্রে ১০টি ফেরি পর্যাপ্ত মনে হয়।

তিনি আরো বলেন, যাত্রীসাধারণের সুবিধার্থে শিমুলিয়া-বাংলাবাজার নৌরুটে রাত দশটা পর্যন্ত লঞ্চ চলাচল করবে। এবং শিমুলিয়া-মাঝিকান্দি থেকে ২৪ ঘণ্টাই লঞ্চ চলাচল করবে। লঞ্চ মালিকদের বলা হয়েছে যেন লঞ্চের সংখ্যা বৃদ্ধি করা হয়। ২৪ ঘণ্টা চালু থাকে।

আশিকুজ্জামান আরো জানান, নতুন চারটি ফেরি আগামী মঙ্গলবারের (২৬ এপ্রিল) মধ্যে ডকইয়ার্ড থেকে এন বহরে যুক্ত করা হবে। আমরা আশা করছি আগামী বুধ-বৃহস্পতিবার থেকেই ঘাটে যাত্রীদের চাপ শুরু হবে।

বৈশাখী ঝড়ে চলাচলের সক্ষমতা নিয়ে তিনি জানান, বৈশাখী ঝড় বেশি সময় থাকে না। এক দেড় ঘণ্টা থাকে। সে সময় নৌরুটে ফেরি বন্ধ রাখা হবে। আবহাওয়া অনুকূলে আসলে আবার সচল হবে।

এদিকে বিআইডব্লিউটিসি সূত্রে জানা যায়, চালু থাকা ৬টি ফেরির মধ্যে মিনি রোরো সুফিয়া কামাল, মিডিয়াম কুঞ্জলতা, কে-টাইপ ফেরি কুমিলা দিনে শিমুলিয়া-বাংলাবাজার নৌরুটে চলে আর রাতে চলে শিমুলিয়া মাঝিকান্দি নৌরুটে। অপর ৩টির মধ্যে ছোট ফেরি কর্ণফুলি ও ডাম্প ফেরি রায়পুর, রাণীগঞ্জ দিনের বেলা শিমুলিয়া-মাঝিকান্তি নৌরুটে চলে। সচল থাকা এসব ফেরি দিয়ে দিনে পার করা হচ্ছে ৬-৭শ যানবাহন। অথচ গত ঈদে ১৬-১৭টি ফেরিতে প্রতিদিন পার হয়েছে ৩ থেকে সাড়ে ৩ হাজার যানবাহন। এবারের ঈদেও একই ধরনের চাপ পড়বে বলে আশংকা।

এদিকে বিআইডব্লিউটিএ সূত্রে জানা যায়, ফেরির পাশাপাশি এ বছর শিমুলিয়া-বাংলাবাজার ও শিমুলিয়া-মাঝিকান্দি নৌরুটে ৮৭টি লঞ্চ ও ১৫৩টি লঞ্চ সচল রয়েছে। সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত স্পিডবোট ও রাত ১০টা পর্যন্ত লঞ্চ চলাচল করছে।

এছাড়াও ঈদে নৌরুটে ফেরি চলাচল নির্বিঘ্ন রাখতে ও যাত্রী দুর্ভোগ লাঘবে মাঝিকান্দি ঘাটে দ্বিতীয় ফেরিঘাটে নির্মাণ চলছে।

আরাফাত রায়হান সাকিব/এফএ/জেআইএম