তেঁতুলিয়ায় বালুচাপায় শ্রমিকের মৃত্যু
ফাইল ছবি
পঞ্চগড়ের তেতুঁলিয়ায় নদীতে পাথর উত্তোলনের সময় বালুচাপায় সকিরুল ইসলাম (৪০) নামের এক শ্রমিকের মৃত্যু হয়েছে। এসময় আহত হয়েছেন আরও একজন।
রোববার (২৪ এপ্রিল) দুপুরে উপজেলার দেবনগর ইউনিয়নের ময়নাগুড়ি এলাকায় এ ঘটনা ঘটে। তিনি ওই ইউনিয়নের পাঠানপাড়া এলাকার আব্দুস সাত্তারের ছেলে। অপর দিকে
পুলিশ ও স্থানীয়রা জানায়, প্রতিদিনের মতো করতোয়া নদীতে পাথর উত্তোলন করতে যান সকিরুল ও হান্নান। দুপুর পর্যন্ত নদীতে পাথর উত্তোলন করেছিলেন তারা। নদীর গভীর গর্তে নেমে পাথর তোলার সময় বালির একটি অংশ ধসে পড়লে চাপায় পড়েন তারা। এ সময় হান্নান গর্ত থেকে ওপরে উঠে আসলেও সকিরুল বালি চাপা পরেন। পরে নদীতে পাথর উত্তোলনকারী অন্য শ্রমিকরা গর্ত থেকে সকিরুলের মরদেহ উদ্ধার করেন। হান্নানকে আহত অবস্থায় উদ্ধার করে হাসপাতালে ভর্তি করেন।
তেতুঁলিয়া মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবু সায়েম মিয়া বলেন, বালিচাপায় এক পাথর শ্রমিকের মৃত্যু হয়েছে। এ ঘটনায় তেতুঁলিয়া থানায় একটি অপমৃত্যু (ইউডি) মামলা হয়েছে।
সফিকুল আলম/আরএইচ/জিকেএস