ভিডিও ENG
  1. Home/
  2. দেশজুড়ে

চাঁদপুরে সাবেক শিক্ষা প্রতিমন্ত্রীর গাড়িতে হামলা

জেলা প্রতিনিধি | চাঁদপুর | প্রকাশিত: ০৯:৩০ পিএম, ২৫ এপ্রিল ২০২২

চাঁদপুরের কচুয়ায় সাবেক শিক্ষা প্রতিমন্ত্রী আ ন ম এহছানুল হক মিলনের গাড়িতে হামলার অভিযোগ উঠেছে ছাত্রলীগ নেতাকর্মীদের বিরুদ্ধে। সোমবার (২৫ এপ্রিল) সন্ধ্যা ৬টার দিকে এ ঘটনা ঘটে।

স্থানীয়রা জানান, উপজেলার বদরপুর প্রাথমিক বিদ্যালয় মাঠে ইফতার মাহফিলের আয়োজন করে বিএনপি। একই স্থানে ইফতার মাহফিলের ঘোষণা দেয় ছাত্রলীগ। পুলিশ ওই স্কুলে দুপক্ষের ইফতার বন্ধ করে দিলে পাশের হোসেনপুর এলাকার এক কর্মীর বাড়িতে অনুষ্ঠান আয়োজন করে বিএনপি। সোমবার সন্ধ্যায় সেখানে যাওয়ার সময় ছাত্রলীগের কিছু নেতাকর্মী মিলনের গাড়িতে হামলা চালায়। এসময় মিলন ও তার স্ত্রী আঘাত না পেলেও গাড়িটি ক্ষতিগ্রস্ত হয়।

কচুয়া উপজেলা ভাইস চেয়ারম্যান মাহাবুব আলম বলেন, কেন্দ্রীয় আওয়ামী লীগের তথ্য ও প্রযুক্তি বিষয়ক সম্পাদক ড. সেলিম মাহমুদের অনুসারীরা সেখানে ইফতার মাহফিলের আয়োজন করে। মিলন বিএনপির অনুষ্ঠানে বদরপুর প্রাথমিক বিদ্যালয়ের সামনে দিয়ে যাচ্ছিলেন। এসময় কিছু ছাত্রলীগ নেতাকর্মী তার গাড়ি থামানোর চেষ্টা করে। পরে তাকে ধাওয়া দেন।

কচুয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. মহি উদ্দিন বলেন, তাৎক্ষণিক হামলাকারীদের চিহ্নিত করতে পারিনি। এ বিষয়ে এখনো কোনো অভিযোগ পাওয়া যায়নি।

নজরুল ইসলাম আতিক/আরএইচ/এএসএম