মৃত্যুর কাছে হেরে গেলেন কাকলী সাহা
কাকলী সাহা
ফরিদপুরের বোয়ালমারীতে অগ্নিদগ্ধ গৃহবধূ কাকলী সাহা (৩৭) মারা গেছেন। ১২ দিন ধরে ঢাকার শেখ হাসিনা বার্ন ইনস্টিটিউটে চিকিৎসা নেওয়ার পর বুধবার (২৭ এপ্রিল) সকালে তিনি মারা যান।
কাকলী সাহা বোয়ালমারী পৌরসভার ৩ নম্বর ওয়ার্ডের বাসিন্দা এবং নিউমার্কেটে অবস্থিত লাবনী স্টোরের মালিক অলোক রায়ের স্ত্রী।
পরিবার সূত্র জানায়, গত ১৫ এপ্রিল গ্যাসের চুলায় রান্না করছিলেন কাকলী সাহা। এ সময় অসাবধানতাবশত গ্যাসের চুলার আগুন তার কাপড়ে ধরে যায়। এতে তার শরীরের প্রায় ২০ শতাংশ পুড়ে যায়। সঙ্গে সঙ্গে তাকে বোয়ালমারী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হয়। সেখানে প্রাথমিক চিকিৎসা দেওয়ার পর ঢাকার শেখ হাসিনা বার্ন ইনস্টিটিউটে ভর্তি করা হয়।
এ ব্যাপারে গৃহবধূর স্বামী অলোক রায় জাগো নিউজকে বলেন, ১২ দিন লাইফ সাপোর্টে থাকার পর বুধবার সকালে কাকলী সাহা মারা যায়।
বোয়ালমারী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের পরিবার ও পরিকল্পনা কর্মকর্তা ডা. খালেদুর রহমান জাগো নিউজকে বলেন, ওই গৃহবধূকে যখন আমাদের হাসপাতালে আনা হয় তখন তার শরীরের প্রায় ২০ শতাংশ পুড়ে যাওয়া অবস্থায় দেখতে পাই। প্রাথমিক চিকিৎসা দেওয়ার পর তাকে শেখ হাসিনা বার্ন ইনস্টিটিউটে নেওয়ার পরামর্শ দেওয়া হয়।
এন কে বি নয়ন/এসআর/এএসএম
সর্বশেষ - দেশজুড়ে
- ১ চট্টগ্রামে ১১ দলীয় জোটের আসন বণ্টন, ১৬ আসনে জামায়াতের ভাগে ৯
- ২ আচরণবিধি লঙ্ঘনের দায়ে বিএনপি সমর্থককে ১০ হাজার টাকা জরিমানা
- ৩ ফরিদপুরে ঐতিহ্যবাহী গরুদৌড় প্রতিযোগিতা অনুষ্ঠিত
- ৪ সুনামগঞ্জে প্রার্থিতা ফিরে পেলেন বিএনপি ও এবি পার্টির প্রার্থী
- ৫ আচরণবিধি লঙ্ঘন করায় মিন্টুর ভাই আকবরকে ২০ হাজার টাকা জরিমানা