ফরিদপুরে দু’পক্ষের সংঘর্ষে বৃদ্ধ নিহত
ফাইল ছবি
ফরিদপুরের বোয়ালমারী উপজেলার রুপাপাত ইউনিয়ন ও সালথা উপজেলার যদুনন্দী ইউনিয়নের দুই গ্রুপের সংঘর্ষে এক বৃদ্ধ নিহত হয়েছেন। এ সময় আহত হয়েছেন কমপক্ষে ২০ জন।
বুধবার (২৭ এপ্রিল) রাত ৮টার দিকে এ সংঘর্ষের ঘটনা ঘটে। নিহত নান্নু ফকির (৬৫) সালথা উপজেলার যদুনন্দী গ্রামের বাসিন্দা।
এলাকাবাসী ও পুলিশ সূত্রে জানা গেছে, বুধবার বিকেল চারটার দিকে সালথার যদুনন্দী গ্রামের ইলিয়াস মোল্লার ছেলেকে রুপাপাত ময়রার মাঠ এলাকায় মারধর করে রুপাপাত ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মিজানুর রহমান সোনা মিয়ার সমর্থক রাকিব গং। এর জের ধরে দুই উপজেলার দুটি ইউনিয়নের বাসিন্দাদের মধ্যে প্রথমে উত্তেজনা দেখা দেয়। পরবর্তীতে রাতে দফায় দফায় সংঘর্ষ হয়।
খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে কয়েক রাউন্ড ফাঁকা গুলি ছুড়ে পরিস্থিতি নিয়ন্ত্রণ করে। সংঘর্ষে কমপক্ষে ২০ জন আহত হন। আহতদের বিভিন্ন হাসপাতালে ভর্তি ও প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়েছে।
এ বিষয়ে জানতে রুপাপাত ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মিজানুর রহমান সোনা মিয়ার সঙ্গে যোগাযোগের চেষ্টা করে মোবাইল বন্ধ থাকায় বক্তব্য জানা সম্ভব হয়নি। এ ছাড়া যদুনন্দী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান রফিকুল ইসলাম মারামারি সংক্রান্ত মামলায় জেলে থাকায় তার বক্তব্য জানা যায়নি।
নিহতের বিষয়টি নিশ্চিত করে সালথা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. শেখ সাদিক জাগো নিউজকে বলেন, রুপাপাত ইউনিয়ন ও যদুনন্দী ইউনিয়নের দুই গ্রুপের সংঘর্ষে নান্নু ফকির (৬৫) নামের বৃদ্ধ নিহত হয়েছেন। বর্তমানে পরিস্থিতি নিয়ন্ত্রণে আছে। আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন।
বোয়ালমারী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নুরুল আলম জাগো নিউজকে বলেন, সন্ধ্যার পর দুই পক্ষ দেশীয় অস্ত্র নিয়ে সংঘর্ষে লিপ্ত হয়। বোয়ালমারী ও সালথা থানা পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। ইটের আঘাতে নিহত নান্নু ফকির সালথা উপজেলার বাসিন্দা। এ কারনে তার মরদেহ সালথা থানায় নেওয়া হয়েছে। পরিস্থিতি আপাতত শান্ত রয়েছে।
ফরিদপুরের সিনিয়র সহকারী পুলিশ সুপার (নগরকান্দা-সালথা সার্কেল) মো. সুমিনুর রহমান ঘটনার সত্যতা নিশ্চিত করে জাগো নিউজকে বলেন, সংঘর্ষের সময় ইটের আঘাতে নান্নু ফকির নামে একজন নিহত হয়েছেন বলে খবর পেয়েছি। সংঘর্ষ এড়াতে ঘটনাস্থলে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে। পরিস্থিতি আপাতত শান্ত রয়েছে।
এন কে বি নয়ন/এফএ/এএসএম
সর্বশেষ - দেশজুড়ে
- ১ চট্টগ্রামে ১১ দলীয় জোটের আসন বণ্টন, ১৬ আসনে জামায়াতের ভাগে ৯
- ২ আচরণবিধি লঙ্ঘনের দায়ে বিএনপি সমর্থককে ১০ হাজার টাকা জরিমানা
- ৩ ফরিদপুরে ঐতিহ্যবাহী গরুদৌড় প্রতিযোগিতা অনুষ্ঠিত
- ৪ সুনামগঞ্জে প্রার্থিতা ফিরে পেলেন বিএনপি ও এবি পার্টির প্রার্থী
- ৫ আচরণবিধি লঙ্ঘন করায় মিন্টুর ভাই আকবরকে ২০ হাজার টাকা জরিমানা