ভিডিও EN
  1. Home/
  2. দেশজুড়ে

তরুণীকে কুপিয়ে হত্যাচেষ্টায় যুবক গ্রেফতার

জেলা প্রতিনিধি | হবিগঞ্জ | প্রকাশিত: ০৪:২৪ পিএম, ২৮ এপ্রিল ২০২২

হবিগঞ্জের মাধবপুরে তরুণীকে কুপিয়ে হত্যাচেষ্টার ঘটনায় মাহবুবুর রহমান ওরফে সুমন মিয়া (২২) নামের এক যুবককে গ্রেফতার করেছে র‌্যাব।

বৃহস্পতিবার (২৮ এপ্রিল) সকালে নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জ থেকে তাকে গ্রেফতার করা হয়। গ্রেফতার সুমন মাধবপুর উপজেলার মানিকপুর গ্রামের মারুফ মিয়ার ছেলে।

র‌্যাব-৯ এর মিডিয়া কর্মকর্তা সহকারী পুলিশ সুপার সোমেন মজুমদার জাগো নিউজকে বলেন, সুমন ওই তরুণীকে নৃশংসভাবে কুপিয়ে জখমের ঘটনায় দায়ের হওয়া মামলার প্রধান আসামি। নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জ থেকে তাকে গ্রেফতার করা হয়েছে। তাকে মাধবপুর থানায় হস্তান্তর প্রক্রিয়াধীন। সে প্রাথমিক জিজ্ঞাসাবাদে ঘটনার সঙ্গে নিজের সম্পৃক্ততার কথা স্বীকার করেছে।

১৯ এপ্রিল রাতে তরুণী বসতঘর থেকে বের হয়ে টিউবওয়েলে যান। এ সময় কয়েকজন তরুণ তার হাত ও শরীরের বিভিন্ন জায়গায় ধারালো অস্ত্র দিয়ে আঘাত করে। পরে স্বজনরা তাকে আধুনিক সদর হাসপাতালে নিয়ে গেলে দায়িত্বরত চিকিৎসক সিলেটে পাঠান। তার শরীরে ৫০টি সেলাই দেওয়া হয়। ঘটনার ছয়দিন পর বখাটেদের বিরুদ্ধে মামলা করেন তরুণীর বাবা।

সৈয়দ এখলাছুর রহমান খোকন/এসজে/জেআইএম