ভিডিও ENG
  1. Home/
  2. দেশজুড়ে

২৪ ঘণ্টায় বঙ্গবন্ধু সেতু দিয়ে ৪২ হাজার যানবাহন পারাপার

জেলা প্রতিনিধি | টাঙ্গাইল | প্রকাশিত: ০৩:০২ পিএম, ৩০ এপ্রিল ২০২২

গত ২৪ ঘণ্টায় বঙ্গবন্ধু সেতু দিয়ে ৪২ হাজার ১৯৯টি যানবাহন পারাপার হয়েছে। এতে টোল আদায় হয়েছে তিন কোটি ১৮ লাখ আট হাজার টাকা।

শনিবার (৩০ এপ্রিল) বিষয়টি নিশ্চিত করেছেন বঙ্গবন্ধু সেতু সাইট কার্যালয়ের নির্বাহী প্রকৌশলী আহসানুল কবির বাপ্পি।

তিনি জানান, শুক্রবার ভোর ৬টা থেকে শনিবার ভোর ৬টা পর্যন্ত বাস, ট্রাক, পিকআপ ও মিনিট্রাকসহ বিভিন্ন ধরনের ৪২ হাজার ১৯৯টি যানবাহন পারাপার হয়েছে। এর মধ্যে বঙ্গবন্ধু সেতু পূর্ব টোলপ্লাজায় যানবাহন পারাপার হয়েছে ২৫ হাজার ৭৪১টি। টোল আদায় হয়েছে এক কোটি ৭৭ লাখ ২৯ হাজার ৫০ টাকা। এছাড়া সেতুর পশ্চিম টোলপ্লাজায় ১৪ হাজার ৪১৮টি ও টোল আদায় হয়েছে এক কোটি ৪০ লাখ ৭৮ হাজার ৯৫০ টাকা।

তিনি আরও জানান, ধীরে ধীরে গাড়ির চাপ বাড়ছে। ভোগান্তি লাঘবে সেতুর পূর্ব ও পশ্চিম পাড়ে টোলপ্লাজার উভয় পাশে ১৮ পয়েন্টে টোল আদায়ের ব্যবস্থা করা হয়েছে।

বঙ্গবন্ধু সেতু চালু হওয়ার পর গেল ঈদে সর্বোচ্চ ৫২ হাজার ৭৬৮টি যানবাহন পারাপার হয়। যা এ যাবতকালে সর্বোচ্চ যানবাহন পারাপারের রেকর্ড।

আরিফ উর রহমান টগর/আরএইচ/এমএস