আজমিরীগঞ্জে বজ্রপাতে নিহত ১
প্রতীকী ছবি
হবিগঞ্জের আজমিরীগঞ্জে বজ্রপাতে শাহজাহান মিয়া (৬০) নামে একজন নিহত হয়েছেন। তিনি উপজেলার পৌর এলাকার নোয়ানগর গ্রামের বাসিন্দা।
মঙ্গলবার (৩ মে) সকালে শাহজাহান মিয়া বাড়ির পাশে পুকুরে গোসল করতে যান। গোসল শেষে ফেরার সময় বজ্রপাত হলে গুরুতর আহত হন। পরে আজমিরীগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হলে চিকিৎসকরা তাকে মৃত ঘোষণা করেন।
এদিকে হাওরে গরু নিতে গিয়ে বজ্রপাতে একই এলাকার সত্যলাল দাস (৩৫) নামে এক ব্যক্তি আহত হয়েছেন। তাকে আজমিরীগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে।
আজমিরীগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা সুলতানা সালেহা সুমী জানিয়েছেন, বজ্রপাতে মারা যাওয়া ব্যক্তির পরিবারকে ২০ হাজার টাকা সহায়তা দেওয়া হবে।
সৈয়দ এখলাছুর রহমান খোকন/এএইচ/জিকেএস