ময়মনসিংহ মেডিকেলে লিফট ছিঁড়ে রোগীসহ আটকা ৫
ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালের জরুরি বিভাগ সংলগ্ন একটি লিফট ছিঁড়ে রোগীসহ ৫ জন আটকা পড়েছে। মঙ্গলবার বিকেলে ৪টার দিকে এ ঘটনা ঘটে। এদিকে ঘটনার দেড় ঘণ্টা পর বিকেল সাড়ে ৫টার দিকে ২ জনকে লিফট থেকে বের করা হয়েছে।
খবর পেয়ে ফায়ার সার্ভিসের একটি দল দ্রুত ঘটনাস্থলে এসে উদ্ধার কাজ শুরু করে। তবে এক ঘণ্টা চেষ্টা করেও লিফটির দরজা খুলতে পারেনি।
ফায়ার সার্ভিসের সহকারী পরিচালক শহিদুর রহমান সাংবাদিকদের জানান, অনেক চেষ্টা করেও লিফটের দরজা খোলা সম্ভব হচ্ছে না। তারা এখন ভিতরে আটকে পড়াদের জন্য অক্সিজেন দেয়ার চেষ্টা করছেন এবং দরজা কাটা হচ্ছে বাকীদের বের করে আনার জন্য। এ প্রতিবেদন লেখা পর্যন্ত হাসপাতালের পরিচালককে পাওয়া যায়নি।
আতাউল করিম খোকন/এসএস/আরআইপি
সর্বশেষ - দেশজুড়ে
- ১ নির্বাচন কমিশন মেরুদণ্ডহীন, ইউনূসের হাত রক্তে রঞ্জিত
- ২ ঠাকুরগাঁওয়ে সারের ডিলারশিপ বাঁচাতে পদ ছাড়লেন ইউপি চেয়ারম্যান
- ৩ ঢাকা-বরিশাল মহাসড়ক অবরোধ মনোনয়ন না পাওয়া দুই নেতার সমর্থকদের
- ৪ খুলনায় বিএনপির দলীয় মনোনয়ন পুনর্বিবেচনার দাবিতে গণমিছিল
- ৫ ১৫ বছরে দেশ থেকে সাড়ে ২৮ লাখ কোটি টাকা পাচার হয়েছে: শিবির সভাপতি