নরসিংহপুর ঘাট পারের অপেক্ষায় ৫ শতাধিক ট্রাক, পচে যাচ্ছে কাঁচামাল
ঈদে যাত্রীবাহী গাড়ির চাপ থাকায় শরীয়তপুরের ভেদরগঞ্জ উপজেলার সখিপুরের নরসিংহপুর ফেরিঘাটে পাঁচ শতাধিক পণ্যবাহী ট্রাক আটকা পড়েছে। এতে চরম ভোগান্তিতে পড়েছেন চালকরা। কাঁচামাল নষ্ট হয়ে যাচ্ছে।
মঙ্গলবার (১০ মে) এ প্রতিবেদন লেখা পর্যন্ত (বিকেল সাড়ে ৩টা) প্রায় চার কিলোমিটার রাস্তায় যানজট রয়েছে।
সরেজমিন গিয়ে দেখা যায়, শরীয়তপুর-চাঁদপুর মহাসড়কের খায়েরপট্টি এলাকা থেকে শুরু করে নরসিংহপুর ফেরিঘাট পর্যন্ত প্রায় চার কিলোমিটার রাস্তা যানজটের সৃষ্টি হয়েছে। এতে চরম ভোগান্তিতে পড়েছেন বিভিন্ন পণ্যের ব্যবসায়ীসহ ট্রাক চালক, হেলপার ও সাধারণ মানুষ।

প্রতিদিন দেশের দক্ষিণ-পশ্চিমাঞ্চলের ২১টি জেলার যাত্রীবাহী বাস ও পণ্যবাহী ট্রাক শরীয়তপুরের নরসিংহপুর ফেরিঘাট দিয়ে চলাচল করে। এ নৌপথে ছোট-বড় সাতটি ফেরি চলাচল করে। ঈদে যাত্রীবাহী গাড়ির চাপ থাকায় গত তিনদিন ধরে নরসিংহপুর ফেরিঘাটে গাড়ির চাপ বেড়েই চলেছে। বর্তমানে ঘাটে পাঁচ শতাধিক যানবাহন পারাপারের অপেক্ষায় রয়েছে। গাড়ির বাড়তি চাপ নিয়ন্ত্রণে ট্রাফিক পুলিশ কাজ করছে।
ট্রাক চালকদের অভিযোগ, যাত্রীবাহী গাড়ির সিরিয়াল আগে। তাই দুই থেকে তিনদিন ধরে ঘাট এলাকায় তাদের অবস্থান করতে হচ্ছে। এ কারণে কিছু ট্রাকের কাঁচামাল পচে যাওয়ার উপক্রম হয়েছে।
ট্রাক নিয়ে সাতক্ষীরা থেকে আসা চালক মোস্তাফিজুর রহমান জাগো নিউজকে বলেন, ‘দুদিন আগে ঘাটে এসেছি। আজ ঘাট পার হতে না পারলে পেঁয়াজ পচে যাবে। মালিককে কী জবাব দেবো জানি না।’

ট্রাক চালক সুমন বলেন, ‘এখানে চারদিন ধরে ট্রাক নিয়ে আটকা আছি। কাঁচামাল নষ্ট হয়ে যাওয়ার পথে। মালিক অনেক গালাগালি করছে। কবে ঘাট পার হবো বলতে পারছি না।’
যশোর থেকে ট্রাক নিয়ে এসেছেন মো. খলিল। তিনি চট্টগ্রাম যাবেন। ক্ষোভ প্রকাশ করে তিনি জাগো নিউজকে বলেন, ‘ঘাটে তিনদিন ধরে আছি। আমাদের কষ্ট কে দেখে ভাই?’
এ বিষয়ে বিআইডব্লিউটিসি নরসিংহপুর ফেরিঘাটের ব্যবস্থাপক আব্দুল মোমেন বলেন, এ ঘাটে সাতটি ফেরি চালু রয়েছে। গত তিনদিন ধরে ঈদের কারণে যাত্রীবাহী গাড়ির চাপ থাকায় যানজটের সৃষ্টি হয়েছে। ঘাটের আঞ্চলিক মহাসড়কে কয়েকশ ট্রাক পারাপারের অপেক্ষায় আছে। আশা করি আগামীকাল এ সমস্যা কেটে যাবে।
মো. ছগির হোসেন/এসআর/এএসএম