ভিডিও ENG
  1. Home/
  2. দেশজুড়ে

প্রবাসীর স্ত্রীকে গাছে বেঁধে নির্যাতন, ৯৯৯ নম্বরে কলে উদ্ধার

জেলা প্রতিনিধি | টাঙ্গাইল | প্রকাশিত: ০৮:৩৫ পিএম, ১১ মে ২০২২

টাঙ্গাইলে গাছের সঙ্গে বেঁধে প্রবাসীর স্ত্রীকে মারধরের অভিযোগ উঠেছে প্রতিপক্ষের বিরুদ্ধে। পরে ৯৯৯ নম্বরে কলে খবর পেয়ে পুলিশ তাকে উদ্ধার করে।

বুধবার (১১ মে) সকালে কালিহাতীর উপজেলার নাগবাড়ী ইউনিয়নের পাইকপাড়া গ্রামে এ ঘটনা ঘটে।

ভুক্তভোগী ওই গৃহবধূ বলেন, স্থানীয় ইউপি সদস্য মোশারফ হোসেন সম্পর্কে আমার মামা হন। আমার স্বামী বিদেশ যাবার পর থেকে তিনি বন্ধুকে দিয়ে আমাকে কুপ্রস্তাব দেন। তাতে রাজি না হওয়ায় ওরা গত ৪ এপ্রিল সেহরি রান্নার সময় ঘরে ঢুকে ধর্ষণ করার চেষ্টা  করেন। তখন আমার চিৎকারে পালিয়ে যান তারা। এরপর থেকে তারা আমার ওপর ক্ষিপ্ত। বুধবার মোশারফের স্ত্রী ও তার বোনেরা আমার ও সন্তানদের ওপর আক্রমণ করেন। এসময় আমাকে গাছের সঙ্গে বেঁধে রাখেন। পরে পুলিশ এসে আমাকে উদ্ধার করেছে।

তিনি আরও আরও বলেন, মোশারফ মেম্বার অনেক শক্তিশালী। তাকে এলাকার সবাই ভয় পায়। তিনি অপরাধ করলেও বিচার হয় না।

তবে অভিযুক্ত ইউপি সদস্য মোশারফ হোসেন বলেন, আমাদের সঙ্গে তাদের জমি সংক্রান্ত বিরোধ রয়েছে। এলাকায় একাধিকবার সালিশও হয়েছে। মামলা মোকদ্দমাও হয়েছে। বুধবার সকালে আমার মা কাঁঠাল পাড়তে গেলে তিনি বাঁধা দেন। শুনেছি পরে মহিলারা ওকে গাছে বেঁধে রাখে। আমি ঘটনাস্থলে ছিলাম না। তবে কুপ্রস্তাবের বিষয়টি সঠিক নয়।

মোশারফ হোসেনের স্ত্রী শিল্পী আক্তার বলেন, আমার স্বামী ভালো মানুষ। বাড়ি ও জমির লোভেই ওই গৃহবধূ নিজেই এ ঘটনা ঘটিয়েছেন।

এ বিষয়ে কালিহাতী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোল্লা আজিজুর রহমান জানান, ৯৯৯ নম্বরে কল পেয়ে পুলিশ ঘটনাস্থল থেকে তাকে উদ্ধার করে। অভিযোগ পেলে তদন্তপূর্বক প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।

আরিফ উর রহমান টগর/আরএইচ/জিকেএস