ভিডিও ENG
  1. Home/
  2. দেশজুড়ে

টাঙ্গাইলে সড়ক দুর্ঘটনায় প্রকৌশলী নিহত

জেলা প্রতিনিধি | টাঙ্গাইল | প্রকাশিত: ০২:২৪ পিএম, ১২ মে ২০২২

ঢাকা-টাঙ্গাইল-বঙ্গবন্ধু সেতু মহাসড়কের কালিহাতী উপজেলার চরভাবলা এলাকায় সড়ক দুর্ঘটনায় জাহিদুল ইসলাম (৩০) নামে এক প্রকৌশলী নিহত হয়েছেন। বৃহস্পতিবার (১২ মে) সকালে এ দুর্ঘটনা ঘটে।

নিহত জাহিদুল ইসলাম টাঙ্গাইল পৌর শহরের ভাল্লুককান্দি এলাকার মো. সিরাজুল ইসলামের ছেলে।

বিষয়টি নিশ্চিত করেছেন বঙ্গবন্ধু সেতু পূর্ব থানার এসআই মো. লিটন।

তিনি জানান, নিহত জাহিদুল এলেঙ্গা থেকে রংপুর পর্যন্ত ফোর লেনের কাজ দেখাশোনা করতেন। সকালে তিনি বগুড়া থেকে টাঙ্গাইলের দিকে মোটরসাইকেলে আসার পথে অজ্ঞত এক গাড়িচাপায় আহত হন। পরে আহত অবস্থায় তাকে উদ্ধার করে টাঙ্গাইল জেনারেল হাসপাতালে নিলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।

আরিফ উর রহমান টগর/এফএ/এএসএম