ভিডিও ENG
  1. Home/
  2. দেশজুড়ে

সিরাজগঞ্জে গুদামে মিললো ৩৭ হাজার লিটার সয়াবিন তেল

জেলা প্রতিনিধি | সিরাজগঞ্জ | প্রকাশিত: ০৩:৪৯ পিএম, ১২ মে ২০২২

সিরাজগঞ্জের সলঙ্গায় গুদামে থাকা ৩৭ হাজার লিটার খোলা সয়াবিন তেল জব্দ করেছে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর।

বৃহস্পতিবার (১২ মে) উপজেলার সলঙ্গা বাজারে এ অভিযান পরিচালনা করেন জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর সিরাজগঞ্জের সহকারী পরিচালক মাহমুদ হাসান রনি।

jagonews24

তিনি জানান, সলঙ্গা বাজারের রাজলক্ষ্মী বাণিজ্য ভাণ্ডারে তেল থাকার পরও অস্বীকার করায় দোকানিকে ৫০ হাজার টাকা জরিমানা করা হয়। গুদাম থাকা ৩৭ হাজার লিটার খোলা সয়াবিন, পামওয়েল তেল ও ২০০ লিটার বোতলজাত তেল জব্দ করে সরকারি নির্ধারিত মূল্যে বিক্রয় করার নির্দেশ দেওয়া হয়।

আরএইচ/জিকেএস