শিক্ষকের দেওয়া ফুচকা খেয়ে হাসপাতালে দুই কিশোরী
পঞ্চগড়ে ফুচকা খেয়ে দুই কিশোরী অসুস্থ হয়ে পড়েছে। তাদের হাসপাতালে ভর্তি করা হয়েছে। শনিবার (১৪ মে) রাত ১০টার দিকে পঞ্চগড় পৌরসভার রৌশনাবাগ এলাকার এ ঘটনা ঘটে।
অসুস্থ কিশোরীরা হলো রৌশনাবাগ এলাকার রফিকুল ইসলামের মেয়ে রহিমা (১৪) এবং একই এলাকার আব্দুর রাজ্জাকের মেয়ে রেখা (১৫)।
তারা সম্পর্কে খালাতো বোন। বর্তমানে পঞ্চগড় আধুনিক সদর হাসপাতালে তাদের চিকিৎসা দেওয়া হচ্ছে। এ ঘটনায় অভিযুক্তকে থানায় নিয়ে জিজ্ঞাসাবাদ করছে পুলিশ।
পুলিশ ও স্থানীয় সূত্র জানায়, রৌশনাবাগ এলাকার রফিকুলের বাড়িতে সদর উপজেলার বঙ্গবন্ধু আলিম মাদরাসার শিক্ষক নুর আলমের যাতায়াত ছিল। সেই সুবাদে শনিবার রাতে রফিকুলের বাড়িতে তিনি ফুচকা নিয়ে যান। ওই ফুচকা খাওয়ার কিছুক্ষণ পর দুই কিশোরী অস্বাভাবিক আচরণ শুরু করে। পরে রাতেই তাদের পঞ্চগড় আধুনিক সদর হাসপাতালে ভর্তি করা হয়। খবর পেয়ে পুলিশ জিজ্ঞাসাবাদের জন্য শিক্ষককে থানায় নিয়ে আসে।
পঞ্চগড় আধুনিক সদর হাসপাতালের আবাসিক চিকিৎসা কর্মকর্তা (আরএমও) ডা. রাকিবুল হাসান বলেন, ফুচকা খেয়ে অসুস্থ দুজনকে চিকিৎসা দেওয়পা হচ্ছে। কী কারণে এমন হলো তা পরীক্ষা করে বলা যাবে।
সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল লতিফ মিঞা বলেন, অভিযুক্ত শিক্ষককে থানায় নিয়ে এসে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। দুই কিশোরীর পরিবারের অভিযোগের ভিত্তিতে তদন্ত করে আইনি ব্যবস্থা নেওয়া হবে।।
সফিকুল আলম/এসআর/জিকেএস