ভিডিও ENG
  1. Home/
  2. দেশজুড়ে

খেলতে বের হয়ে পানিতে ডুবে প্রাণ গেলো দুই শিশুর

জেলা প্রতিনিধি | সিরাজগঞ্জ | প্রকাশিত: ০৩:৪৮ পিএম, ২০ মে ২০২২

সিরাজগঞ্জ সদরে বাড়ির পাশের পুকুরের পানিতে ডুবে তামিম (৪) ও মোস্তাকিম (৬) নামের দুই শিশুর মৃত্যু হয়েছে।

শুক্রবার (২০ মে) সকালে উপজেলার খোকশাবাড়ি ইউনিয়নের চর খোকশাবাড়ি গ্রামে এ ঘটনা ঘটে।

শিশু তামিম চর খোকশাবাড়ি গ্রামের কোরবান আলীর ছেলে ও মোস্তাকিম একই গ্রামের মোহাম্মদ আলীর ছেলে।

স্থানীয় সূত্র জানায়, বাড়ির বাইরে খেলতে যায় শিশু তামিম ও মোস্তাকিম। কিছুক্ষণ পর শিশু দুটিকে দেখতে না পেয়ে খোঁজাখুঁজি শুরু করেন পরিবারের সদস্যরা। এক পর্যায়ে বাড়ির পাশের একটি পুকুরে তাদের ভাসতে দেখেন স্থানীয়রা।

শিশু দুটিকে অচেতন অবস্থায় উদ্ধার করে সিরাজগঞ্জ বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেছা মুজিব জেনারেল হাসপাতালে নেওয়া হয়। সেখানে কর্তব্যরত চিকিৎসক তাদের মৃত ঘোষণা করেন।

সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নজরুল ইসলাম ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।

এসআর/জেআইএম