ভিডিও ENG
  1. Home/
  2. দেশজুড়ে

হিলিতে বেড়েছে সব ধরনের মসলার দাম

হিলি (দিনাজপুর) | প্রকাশিত: ১১:৫৫ এএম, ২৪ মে ২০২২

দিনাজপুরের হিলিতে সপ্তাহের ব্যবধানে সব ধরনের মসলার দাম বেড়েছে। ব্যবসায়ীদের দাবি ডলারের মূল্য বৃদ্ধির কারণে সব ধরনের মসলার দাম বেড়েছে।

হিলি বাজার ঘুরে দেখা গেছে, প্যাকেটজাত জিরা বিক্রি হচ্ছে ৩৯০ থেকে ৪১০ টাকা কেজি দরে। আর খোলা জিরা ৩৮০ টাকা। এক সপ্তাহ আগেও প্যাকেটজাত ৩৪০ আর খোলা ৩৩০ টাকায় বিক্রি হয়।

এদিকে, কালো এলাচ আগে ছিল ৯৪০ এখন ১০১০ আর সাদা এলাচ ১৭০০ এখন ১৮০০ থেকে ১৮৫০ টাকায় বিক্রি হচ্ছে। লবঙ্গ আগে এক হাজার টাকায় বিক্রি হলেও এখন বিক্রি হচ্ছে ১০৭০ টাকায়।

বাজারে মসলা কিনতে আসা আসলাম আলী জাগো নিউজকে বলেন, প্রতিটি মসলার দাম বেড়েছে। কেউ বলছে ডলারের দাম বেশি আবার কেউ বলছে এমনিতে বেড়েছে। কাকে দোষ দেই।

ভ্যান চালক আসাদ বলেন, আমরা গরিব মানুষ ডলার বুঝি না। দাম কমলে আমাদের তরকরিতে মসলা উঠে, না হলে উঠে না।

হিলি বাজারের মসলার ব্যবসায়ী আজাদ আলী জাগো নিউজকে বলেন, সম্প্রতি ডলারের দাম বৃদ্ধি পাওয়ায় বাজারে এর প্রভাব পড়েছে। ফলে নিত্যপ্রয়োজনীয় প্রায় সব পণ্যের দাম বেড়েছে।

মো. মাহাবুর রহমান/এএইচ/জেআইএম