দিনাজপুরে বজ্রপাতে যুবকের মৃত্যু
দিনাজপুরের বীরগঞ্জ উপজেলায় বজ্রপাতে লিটন দাস (৩৫) নামে এক যুবকের মৃত্যু হয়েছে।
বুধবার (২৫ মড) সন্ধ্যা ৬টার সময় উপজেলার ৫নং সুজালপুর ইউনিয়নের জগদল গ্রামে এ ঘটনা ঘটে। নিহত লিটন ওই গ্রামের মৃত নবকান্ত রায়ের ছেলে।
জানা যায়, সন্ধ্যা ৬টার সময় বৃষ্টি শুরু হলে লিটন দাস বাড়ির বাইরে শুকাতে দেওয়া বোরো ধানের খড় নিয়ে আসতে যায়। এ সময় বজ্রপাতে ঝলসে গিয়ে বাড়ির আঙিনাতেই মারা যায় সে।
সুজালপুর ইউনিয়নের চেয়ারম্যান নুরুল ইসলাম বিষয়টি নিশ্চিত করেছেন।
এমদাদুল হক মিলন/এমপি