পুনর্ভবায় গোসলে নেমে নিখোঁজ স্কুলছাত্র
নিখোঁজের খবরে নদীপাড়ে আসেন ইফতির স্বজন ও বন্ধুরা
দিনাজপুরে পুনর্ভবা নদীতে গোসল করতে নেমে ইফতি রহমান সাকিন (১৫) নামে এক স্কুলছাত্র নিখোঁজ হয়েছে।
শনিবার (২৮ মে) দুপুর ১২টার দিকে সদর উপজেলার লালবাগ গোরস্থান সংলগ্ন নদীতে এ ঘটনা ঘটে। নিখোঁজ ইফতি লালবাগ এলাকার সাইফুর রহমানের ছেলে এবং চেহেলগাজী শিক্ষা নিকেতনের ৯ম শ্রেণির ছাত্র।
খোঁজ নিয়ে জানা যায়, শনিবার নানা ইদ্রিস আলীর সঙ্গে নদীর ধারে লিচু বাগানে যায় ইফতি। সেখানে নানার সঙ্গে বাগান পরিষ্কারে কাজ করে সে। এক পর্যায়ে নানার অগোচরে নদীর পাড়ে পোশাক খুলে রেখে গোসল করতে নামে ইফতি। এ সময় পানির নিচে তলিয়ে যেতে থাকের। পাশে দাঁড়িয়ে থাকা এক যুবক বিষয়টি দেখে চিৎকার দিলে ইফতির নানা ছুটে আসেন। ততক্ষণে সাকিন নদীর পানিতে তলিয়ে যায়।
দিনাজপুর ফায়ার সার্ভিস সিভিল ডিফেন্সের সিনিয়র কর্মকর্তা মেহেফুজ তানজির জাগো নিউজকে বলেন, রংপুর থেকে ডুবুরি এসে পৌঁছেছে। তারা উদ্ধার কাজ শুরু করেছে।
এমদাদুল হক মিলন/এসজে/এএসএম