ভিডিও ENG
  1. Home/
  2. দেশজুড়ে

দিনাজপুরে বজ্রপাতে একজনের মৃত্যু

জেলা প্রতিনিধি | দিনাজপুর | প্রকাশিত: ০৭:৪৩ পিএম, ৩০ মে ২০২২

দিনাজপুর সদরে জমি থেকে গরু আনতে গিয়ে বজ্রপাতে ওবাইদুর হোসেন (৩৫) নামের এক ব্যক্তির মৃত্যু হয়েছে।

সোমবার (৩০ মে) দুপুরে উপজেলার ৫ নম্বর শশরা ইউনিয়নের ৮ নম্বর ওয়ার্ডের উমরপাইল জালিয়াপাড়ায় এ দুর্ঘটনা ঘটে।

ওবাইদুর হোসেন একই এলাকার এমাজউদ্দিনের ছেলে।

স্থানীয় ইউপি মেম্বার শফিকুল ইসলাম জানান, দুপুরে বৃষ্টি হলে বাড়ির পাশের জমি থেকে গরু আনতে যান ওবাইদুর হোসেন। এ সময় বজ্রপাত হলে ঘটনাস্থলেই তিনি মারা যান।

দিনাজপুর সদর উপজেলার ৫ নম্বর শশরা ইউনিয়নের চেয়ারম্যান মোকছেদ আলী বিষয়টি নিশ্চিত করেছেন।

এমদাদুল হক মিলন/এসআর/এএসএম