গরু চরাতে গিয়ে বজ্রপাতে কৃষকের মৃত্যু
ফাইল ছবি
হবিগঞ্জের নবীগঞ্জে মাঠে গরু চরাতে গিয়ে বজ্রপাতে আব্দুল খালিক (৫০) নামে এক কৃষকের মৃত্যু হয়েছে।
বৃহস্পতিবার (২ জুন) দুপুর ২টায় উপজেলার পানিউমদা ইউপির দীঘিরপাড় এলাকায় এ ঘটনা ঘটে। আব্দুল খালিক পানিউমদা ইউনিয়নের পানিউমদা (তেতৈয়াপাড়া) গ্রামের মৃত আজমান উল্লাহর ছেলে।
স্থানীয়রা জানান, দুপুরে তেতৈয়াপাড়া গ্রামের কৃষক আব্দুল খালিক গুড়ি গুড়ি বৃষ্টির মধ্যে পার্শ্ববর্তী দীঘিরপাড় এলাকায় গরু চরাতে যান। এ সময় বজ্রপাত হলে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। পরে স্থানীয়রা মরদেহ বাড়িতে আনে।
নবীগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) শেখ মহিউদ্দিন বলেন, স্থানীয় ইউপি চেয়ারম্যানের মাধ্যমে বজ্রপাতে মৃত্যুর খবর পেয়েছি। প্রশাসনের পক্ষ থেকে নিহতের পরিবারকে সহায়তা দেওয়া হবে।
সৈয়দ এখলাছুর রহমান খোকন/এএইচ/জিকেএস