গাজীপুরে ৬ ব্যবসায়ীকে জরিমানা
অভিযান পরিচালনা করছেন ভ্রাম্যমাণ আদালত
গাজীপুর সিটি করপোরেশনের জয়দেবপুরে ছয় চাল ব্যবসায়ীকে ৪০ হাজার টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত।
রোববার (৫ জুন) দুপুরে অভিযান চালিয়ে সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) সৈয়দ মুরাদ আলী এ আদেশ দেন।
আদালত সূত্র জানায়, অভিযানে মেসার্স পংকজ ট্রেডার্সকে ১০ হাজার, ছামাদ রাইচ এজেন্সিকে পাঁচ হাজার, মেসার্স সুরাইয়া ট্রেডার্সকে পাঁচ হাজার, শিউলী ট্রেডার্সকে ১০ হাজার, ফারুক ট্রেডার্সকে ১০ হাজার টাকা জরিমানা আদায় করা হয়।
এসময় উপজেলা খাদ্য অফিসের পরিদর্শক মো. নজরুল ইসলাম, সদর উপজেলা খাদ্য পরিদর্শন সোহেল আহমেদ সুফল উপস্থিত ছিলেন।
মো. আমিনুল ইসলাম/আরএইচ/জেআইএম