ভিডিও ENG
  1. Home/
  2. দেশজুড়ে

ডোবার পানিতে প্রাণ গেলো মাদরাসাছাত্রের

জেলা প্রতিনিধি | পাবনা | প্রকাশিত: ১০:০০ এএম, ০৬ জুন ২০২২

পাবনার ঈশ্বরদীতে ডোবার পানিতে পড়ে নূর মোহাম্মদ নিলয় (১১) নামের এক মাদরাসাছাত্রের মৃত্যু হয়েছে। রোববার (৫ জুন) সন্ধ্যায় উপজেলার উপজেলার বরইচরা গ্রামে এ ঘটনা ঘটে। নিলয় ওই গ্রামের আবু হাসান লিটনের ছেলে।

পাবনা ইসলামিয়া মাদরাসার সহকারী শিক্ষক রফিকুল ইসলাম রঞ্জু জানান, বিকেলে বন্ধুদের সঙ্গে মাঠে খেলাধুলা করে সন্ধ্যার দিকে ময়লা ধোয়ার জন্য মাদরাসার পাশের ডোবায় নামে নিলয়। সাঁতার না জানায় নিলয় ডোবার পানিতে তলিয়ে যায়। পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে পাবনা জেনারেল হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

আমিন ইসলাম জুয়েল/আরএইচ/জিকেএস