ভিডিও ENG
  1. Home/
  2. দেশজুড়ে

গাজীপুরে খুঁটিতে ঝুলছিল দুই বিদ্যুৎকর্মী

জেলা প্রতিনিধি | গাজীপুর | প্রকাশিত: ০৯:৩২ পিএম, ০৮ জুন ২০২২

গাজীপুরের টঙ্গীতে বিদ্যুতের কাজ করতে গিয়ে খুঁটির ওপর ঝলসে যায় দুই বিদ্যুৎকর্মীর শরীর। বুধবার (৮ জুন) বিকেল সাড়ে ৪টার দিকে উপজেলার ব্যাংকের মাঠ বস্তি এলাকায় এ ঘটনা ঘটে।

স্থানীয়রা জানান, বিকেলে বিদ্যুতের কাজ শেষে প্রথমে তিনজন খুঁটি থেকে নেমে যান। পরে কন্ট্রোল রুমকে জানালে বিদ্যুতের লাইন সরবরাহ চালু হয়। পরে কিছু কাজ বাকি থাকায় বিদ্যুৎ সরবরাহ অবস্থায় দুজন খুঁটির ওপরে উঠলে বিদ্যুৎস্পৃষ্টে তারের সঙ্গে ঝুলতে থাকেন। খবর দিলে ফায়ার সার্ভিস সদস্যরা তাদের উদ্ধার করে টঙ্গী শহীদ আহসান উল্লাহ মাস্টার জেনারেল হাসপাতালে নিয়ে যান। সেখানে প্রাথমিক চিকিৎসা দিয়ে তাদের ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের বার্ন ইউনিটে ভর্তি করা হয়।

টঙ্গী পূর্ব থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জাবেদ মাসুদ জানান, খুঁটিতে উঠে দুই বিদ্যুৎকর্মী আহত হওয়ার খবরে পুলিশ ঘটনাস্থলে যায়। পরে ফায়ার সার্ভিস কর্মীদের সহযোগিতায় তাদের হাসপাতালে পাঠানো হয়।

মো. আমিনুল ইসলাম/আরএইচ/জিকেএস