ভিডিও EN
  1. Home/
  2. দেশজুড়ে

তেল নিয়ে চালবাজি, ৭ প্রতিষ্ঠানকে জরিমানা

শায়েস্তাগঞ্জ (হবিগঞ্জ) | প্রকাশিত: ১০:০২ এএম, ১৩ জুন ২০২২

হবিগঞ্জের শায়েস্তাগঞ্জে অতিরিক্ত মূল্যে সোয়াবিন তেল বিক্রির অপরাধে ভোক্তা অধিকার আইনে ৭ প্রতিষ্ঠানকে ৩৬ হাজার টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত।

রোববার (১২ জুন) উপজেলার সুতাং বাজারে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর হবিগঞ্জের সহকারী পরিচালক দেবানন্দ সিনহা।

এ সময় বোতলের গায়ে মুদ্রিত মূল্যের চেয়ে বেশি দামে তেল বিক্রির অপরাধে শরিয়ত উল্লাহ স্টোরকে ২০ হাজার টাকা, মূল্য তালিকা না থাকা ও লাইসেন্স বিহীন ধান বিক্রির অপরাধে জীবন ট্রেডার্সকে ২ হাজার টাকা, মা-বাবা খাদ্য ভান্ডারকে ৩ হাজার টাকা, লেচু মিয়া খাদ্য ভান্ডারকে ৩ হাজার টাকা, শাহীন ট্রেডার্সকে ৩ হাজার টাকা, হাজী আলতাব আলী খাদ্য ভান্ডারকে ৩ হাজার টাকা, মতিন এন্ড ব্রাদার্সকে ২ হাজার টাকাসহ মোট ৩৬ হাজার টাকা জরিমানা করা হয়। একইসঙ্গে শরিয়ত উল্লাহ স্টোরের স্টকে থাকা ৩শ লিটার তেল ন্যায্যমূল্যে ক্রেতাদের মাঝে বিক্রি করা হয়।

তেল নিয়ে চালবাজি, ৭ প্রতিষ্ঠানকে জরিমানা

অভিযানে সহযোগিতা করেন উপজেলা খাদ্য কর্মকর্তা সাইফুল আলম ও র্যাব-৯ সিপিসি-১ হবিগঞ্জ ক্যাম্পের একটি টিম।

জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর হবিগঞ্জ জেলা কার্যালয়ের সহকারী পরিচালক দেবানন্দ সিনহা বিষয়টির সত্যতা নিশ্চিত করে বলেন, পুরনো দামের তেল মজুত করে নতুন দামে বিক্রি করছিলেন ব্যবসায়ীরা। তাই তাদের জরিমানা করা হয়েছে। একইসঙ্গে প্রায় ৩শ লিটার তেল পুরনো দামে বিক্রি করা হয়েছে। এ রকম অভিযান অব্যহত থাকবে।

কামরুজ্জামান আল রিয়াদ/এফএ/জেআইএম