ভিডিও ENG
  1. Home/
  2. দেশজুড়ে

গাজীপুরে ট্রেনের ধাক্কায় পরিচ্ছন্নতাকর্মী নিহত

কালীগঞ্জ (গাজীপুর) | প্রকাশিত: ০৯:৪০ পিএম, ১৯ জুন ২০২২

গাজীপুরের কালীগঞ্জে ট্রেনের ধাক্কায় আবুল খায়ের (৫০) নামের এক ব্যক্তির নিহত হয়েছেন। রোববার (১৯ জুন) দুপুরে ঢাকা-ভৈরব রেল সড়কের আড়িখোলা আউটার সিগন্যাল এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

আবুল খায়ের নরসিংদীর রায়পুরা উপজেলার পাড়াতলী এলাকার মৃত ফজলু মিয়ার ছেলে। তিনি আড়িখোলা রেলওয়ে স্টেশন এলাকায় বসবাস করতেন। পেশায় তিনি একজন পরিচ্ছন্নতাকর্মী ছিলেন।

আড়িখোলা রেলওয়ে স্টেশনের সহকারী স্টেশন মাস্টার কামরুল ইসলাম বলেন, দুপুরে রেল লাইনের পাশ দিয়ে হেঁটে আড়িখোলা রেলওয়ে স্টেশনের দিকে যাচ্ছিলেন আবুল খায়ের। এ সময় ঢাকাগামী উপকূল এক্সপ্রেস তাকে ধাক্কা দেয়। এতে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।

নরসিংদী রেলওয়ে পুলিশ ক্যাম্পের ইনচার্জ উপ-পরিদর্শক (এসআই) ইমায়েদুল জাহেদী জানান, মরদেহ উদ্ধার করা হয়েছে। পরে নিহতের স্বজনদের আবেদনের প্রেক্ষিতে ময়নাতদন্ত ছাড়াই মরদেহ হস্তান্তর করা হয়।

আব্দুর রহমান আরমান/আরএইচ/জিকেএস