নারায়ণগঞ্জে ব্যবসায়ী হত্যায় ২ জনের যাবজ্জীবন
নারায়ণগঞ্জের ফতুল্লায় কাপড় ব্যবসায়ী কামরুজ্জামান চৌধুরী ওরফে সেলিম চৌধুরী হত্যা মামলায় দুজনের যাবজ্জীবন সশ্রম কারাদণ্ড দিয়েছেন আদলত। সেইসঙ্গে দণ্ডপ্রাপ্তদের ৫০ হাজার টাকা অর্থদণ্ড এবং অনাদায়ে আরো ১ বছরের সশ্রম কারাদণ্ড দেওয়া হয়েছে।
সোমবার (২০ জুন) দুপুর পৌনে ১২টায় অতিরিক্ত জেলা ও দায়রা জজ সাবিনা ইয়াসমিনের আদালত এ রায় ঘোষণা করেন।
দণ্ডপ্রাপ্তরা হলেন, আলীরটেকের ডিগ্রিরচর এলাকার সালাউদ্দিনের ছেলে মোহাম্মদ আলী ও তার কর্মচারী ফয়সাল।
পাশাপাশি অন্য আরেক ধারায় তাদের অপরাধ প্রমাণিত হওয়ায় দোষী সাব্যস্ত করে ৩ বছরের সশ্রম কারাদণ্ড প্রদান করা হয়েছে। একইসঙ্গে ৫ হাজার টাকা অর্থদণ্ড এবং অনাদায়ে দুই মাসের সশ্রম কারাদণ্ড প্রদান করা হয়েছে।
একই মামলায় অপরাধ প্রমাণিত না হওয়ায় দুজনকে খালাস দেওয়া হয়েছে। তারা হলেন- সোলেমান মিয়া ও মোহাম্মদ আলী হোসেন ওরফে লেবার আলী।
ঘটনার সত্যতা নিশ্চত করে কোর্ট পুলিশ পরিদর্শক আসাদুজ্জামান জাগো নিউজকে বলেন, সাক্ষ্যপ্রমাণের ভিত্তিতে আদালত এই রায় ঘোষণা করেছেন।
আদালতের অতিরিক্ত পাবলিক প্রসিকিউটর অ্যাডভোকেট জাসমীন আহমেদ জাগো নিউজকে বলেন, ২০১৯ সালের ৩১ মার্চ ফতুল্লার আলীরটেকের ডিগ্রিরচর এলাকার মোহাম্মদ আলীর ঝুটের গোডাউনে পাওনা দুই লাখ টাকা চাইতে গিয়েছিলেন কামরুজ্জামান চৌধুরী সেলিম। এরপর থেকেই নিখোঁজ ছিলেন তিনি। পাওনা টাকা চাওয়ায় পরিকল্পিতভাবে মোহাম্মদ আলী ও তার লোকজন সেলিম চৌধুরীকে হত্যা করে বস্তাবন্দি করে গোডাউনে মাটিচাপা দিয়ে রাখেন।
পরে ৯ এপ্রিল তার মরদেহ উদ্ধার করা হয়। এই ঘটনায় সেলিমের স্ত্রী রেহেনা আক্তার রেখা বাদী হয়ে মামলা করেন। আদালত আজ সেই মামলার রায় ঘোষণা করেছেন।
তবে বাদী পক্ষের আইনজীবী অ্যাডভোকেট মো. রিয়াজুর রহমান তালুকদার জাগো নিউজকে বলেন আমরা এই রায়ে সন্তুষ্ট নই। আমরা উচ্চ আদালতে যাবো।
মোবাশ্বির শ্রাবণ/আরএইচ/এফএ/জেআইএম