ভিডিও ENG
  1. Home/
  2. দেশজুড়ে

এবার মোংলায় দিঘির পাড়ে মিললো অজগর

মোংলা (বাগেরহাট) | প্রকাশিত: ০৩:৩১ পিএম, ২০ জুন ২০২২

বাগেরহাটের মোংলায় সরকারি দিঘিরপাড় থেকে সাত ফুট লম্বা একটি অজগর সাপ উদ্ধার করেছে বনবিভাগ।

সোমবার (২০ জুন) সকালে উপজেলার সুন্দরবন ইউনিয়নের আগামাদুরপাল্টা গ্রামের সরকারি দিঘিরপাড় থেকে অজগরটি উদ্ধারের পর বনে অবমুক্ত করা হয়।

পূর্ব সুন্দরবনের চাঁদপাই রেঞ্জের জিউধরা স্টেশনের ভারপ্রাপ্ত কর্মকর্তা মোহাম্মদ শাহাজাহান বিষয়টি জাগো নিউজকে নিশ্চিত করেন।

তিনি বলেন, উপজেলার সুন্দরবন ইউনিয়নের আগামাদুরপাল্টা গ্রামের সরকারি দিঘিরপাড়ে সোমবার ৭টার দিকে একটি অজগর দেখতে পান গ্রাম পুলিশ তপন ও স্থানীয়রা। খবর পেয়ে সাড়ে ৭টার দিকে সেখান থেকে সাপটি উদ্ধার করা হয়। পরে সেটি জিউধারা স্টেশন এলাকার বনে অবমুক্ত করা হয়েছে।

তিনি আরও বলেন, পূর্ণিমার গোন চলছে। এতে নদী-খালে পানির চাপ ও স্রোতও বেশি। ধারণা করা হচ্ছে পানিতে ভেসে সাপটি লোকালয়ে চলে এসেছিল। আবার খাবারের সন্ধানেও লোকালয়ে আসতে পারে। কোনো বন্যপ্রাণী লোকালয়ে চলে এলে তার ক্ষতি না করে আমাদের খবর দিলে, তার সঠিক নিরাপদ আবাসে ফিরিয়ে দেবো। গ্রামবাসীকে বিষয়টি বিভিন্ন সময় জানিয়ে আসছি।

এর আগে রোববার (১৯ জুন) সকালে শরণখোলা উপজেলার খুড়িয়াখালী গ্রামের একটি বাড়ি থেকে সাত ফুট লম্বা একটি অজগর উদ্ধার করা হয়। এর আনুমানিক ওজন ২০ কেজি ছিল। বেলা ১১টার দিকে বনবিভাগের লোকজন অজগরটি বনে অবমুক্ত করেন।

এসজে/এমএস