ভিডিও ENG
  1. Home/
  2. দেশজুড়ে

ঘরের পাশে পড়েছিল কৃষকের গলাকাটা মরদেহ

জেলা প্রতিনিধি | বাগেরহাট | প্রকাশিত: ০৫:০৫ পিএম, ২১ জুন ২০২২

বাগেরহাটের মোরেলগঞ্জে মোকলেসুর রহমান খান (৭০) নামের এক কৃষককে গলাকাটা হত্যা করা হয়েছে।

মঙ্গলবার (২১ জুন) সকালে উপজেলার তেলিগাতী ইউনিয়নের মধ্যম তেলিগাতী গ্রামে নিজ ঘরের পাশে তার মরদেহ পড়ে থাকতে দেখেন প্রতিবেশীরা।

স্থানীয়রা জানান, মোকলেসুর রহমানের এক স্ত্রী ও সাত জন সন্তান রয়েছেন। তবে ঘটনার রাতে তিনি একাই বাড়িতে ছিলেন। কারা, কী কারণে মোকলেসুর রহমানকে গলা কেটে হত্যা করেছে তা এখনো জানা যায়নি। তার গলা অর্ধেকের বেশি ধারালো অস্ত্র দিয়ে কেটে ফেলা হয়েছে।

মোরেলগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. সাইদুর রহমান জাগো নিউজকে বলেন, মোকলেসুর রহমান নামে এক ব্যক্তির গলাকাটা মরদেহ তার ঘরের পাশে পড়ে থাকার খবর শুনেছি। ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। মরদেহের সুরতহাল শেষে ময়নাতদন্তের জন্য হাসপাতাল মর্গে পাঠানো হবে।

এসজে/এএসএম