ভিডিও ENG
  1. Home/
  2. দেশজুড়ে

সিরাজগঞ্জে হেরোইন রাখার দায়ে চালক-সহকারীর যাবজ্জীবন

জেলা প্রতিনিধি | সিরাজগঞ্জ | প্রকাশিত: ০৫:২৪ পিএম, ২১ জুন ২০২২

সিরাজগঞ্জে ৮৫৬ গ্রাম হেরোইন রাখার অপরাধে রিফাত পরিবহনের চালক ও সুপারভাইজারের যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছেন আদালত। এসময় তাদের ২০ হাজার টাকা জরিমানা অনাদায়ে আরও এক বছর বিনাশ্রম কারাদণ্ড দিয়েছেন আদালত।

মঙ্গলবার (২১ জুন) দুপুরে সিরাজগঞ্জ জেলা ও দায়রা জজ ফজলে খোদা মো. নাজির এ রায় দেন।

রাষ্ট্রপক্ষে আইনজীবী পিপি আব্দুর রহমান বিষয়টি নিশ্চিত করেন।

আসামিরা হলেন, রিফাত পরিবহনের চালক সোহাগ আলী। তিনি উল্লাপাড়ার শিবপুর এলাকার মো. সাইফুল ইসলামের ছেলে। অপরজন একই গাড়ির চালকের সহকারী লিটন হোসেন। তিনি উল্লাপাড়ার রামকান্তপুর মধ্যপাড়া মহল্লার মৃত জিতু প্রামানিকের ছেলে।

মামলা সূত্রে জানা যায়, ২০১৮ সালের ২৯ আগস্ট র‌্যাব-১২ সদস্যরা নাটোরে ঢাকাগামী রিফাত পরিবহন বাসে তল্লাশী করে চালক ও সহকারী জিজ্ঞাসাবাদ করেন।একপর্যায়ে বাসের বাংকার থেকে ৮৫৬ গ্রাম হেরোইন জব্দ করে র‌্যাব। পরে র‌্যাবের ডিএডি ইউনুস আলী সলংগা থানায় তাদের আসামি করে মামলা করেন। পরে আট সাক্ষীর উপস্থিতিতে অভিযোগ প্রমানিত হওয়ায় আদালত এ রায় দেন।

মামলায় আসামিপক্ষে ছিলেন অ্যাডভোকেট এস এম দেলোয়ার হোসেন মন্টু।

এএইচ/এএসএম