নলডাঙ্গায় দাদার সঙ্গে নদীতে নেমে নিখোঁজ নাতি
নাটোরের নলডাঙ্গায় দাদার সঙ্গে গোসলে গিয়ে নদীতে নিখোঁজ হয়েছে ইয়াসিন আরাফাত হুজাইফা (৭) নামের এক শিশু।
বুধবার (২২ জুন) দুপুর ২টার দিকে উপজেলার সোনাপাতিল গ্রামের বারনই নদীতে এ ঘটনা ঘটে। হুজাইফা একই গ্রামের জহুরুল ইসলামের ছেলে।
পুলিশ ও পারিবারিক সূত্র জানায়, উপজেলার সোনাপাতিল গ্রামের আব্দুল জলিল নাতি ইয়াসিন আরাফাত হুজাইফাকে সঙ্গে নিয়ে বাড়ির পাশে বারনই নদীতে যান। দাদা-নাতি গোসলের সময় হঠাৎ হাত ফসকে নদীতে ডুবে হুজাইফা। খবর পেয়ে পুলিশ ও ফায়ার সার্ভিসের একটি টিম ঘটনাস্থলে ছুটে যায়। কিন্তু এ রিপোর্ট লেখা পর্যন্ত হুজাইফার কোনো সন্ধান পাওয়া যায়নি।
নলডাঙ্গা উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) সুখময় সরকার জানান, হুজাইফাকে উদ্ধারের জন্য রাজশাহী থেকে ডুবুরী আনার জন্য যোগাযোগ হয়েছে। বিকেলের মধ্যে তারা ঘটনাস্থলে এসে উদ্ধার অভিযান শুরু করবে বলে জানান তিনি।
রেজাউল করিম রেজা/আরএইচ/জিকেএস