ভিডিও ENG
  1. Home/
  2. দেশজুড়ে

সড়কের পাশে খেজুর গাছে ঝুলছিল বৃদ্ধের মরদেহ

মোংলা (বাগেরহাট) | প্রকাশিত: ১২:৫৬ পিএম, ০৩ জুলাই ২০২২

বাগেরহাটের মোংলায় অজ্ঞাতপরিচয় এক বৃদ্ধের (৬০) ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ। রোববার (৩ জুলাই) সকাল ১০টার দিকে মোংলা-দিগরাজ সড়কের পার্শ্ববর্তী একটি খেজুর গাছে ঝুলন্ত অবস্থায় মরদেহটি উদ্ধার করা হয়।

স্থানীয়রা জানান, সড়ক দিয়ে কয়েকজন যাওয়ার সময় মরদেহ ঝুলতে দেখে স্থানীয় লোকজনদের জানান। তারা খবর দিলে পুলিশ মরদেহ উদ্ধার করে।

মোংলা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ মনিরুল ইসলাম জাগো নিউজকে বলেন, বৃদ্ধের মরদেহ ময়নাতদন্তের জন্য বাগেরহাট সদর হাসপাতালের মর্গে পাঠানোর প্রস্তুতি চলছে। তার নাম-পরিচয় জানার চেষ্টা চলছে।

এসজে/জেআইএম