ভিডিও EN
  1. Home/
  2. দেশজুড়ে

জাজিরায় ১৮ মিনিট বন্ধ টোল আদায়

জেলা প্রতিনিধি | Shariatpur | প্রকাশিত: ০৯:২৪ পিএম, ০৩ জুলাই ২০২২

পদ্মা সেতুর জাজিরা টোলপ্লাজা ১৮ মিনিটি বন্ধ ছিল। রোববার (৩ জুলাই) বিকেল ৫টা ১৫ মিনিট থেকে ৩৩ মিনিট পর্যন্ত টোল নেওয়া বন্ধ ছিল।

এতে টোলপ্লাজার সামনে অন্তত এক কিলোমিটার এলাকায় যানজটের সৃষ্টি হয়।

জাজিরা টোল প্লাজার ম্যানেজার কামাল হোসেন বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনা আগামীকাল এ পথ দিয়ে যাতায়াত করবেন। এখানকার বৈদ্যুতিক যন্ত্রপাতি, পানির লাইনসহ সব কিছু চেক করছি। এজন্য বিদ্যুৎ ও জেনারেটর কিছু সময় বন্ধ রাখা হয়।

তিনি আরও জানান, সারাদিন কোনো ধরনের বিশৃঙ্খলা ছাড়াই যানবাহন চলাচল করেছে। জাজিরা টোলপ্লাজায় স্বাভাবিকভাবে টোল আদায় হচ্ছে।

মো. ছগির হোসেন/আরএইচ/জিকেএস