ভিডিও ENG
  1. Home/
  2. দেশজুড়ে

টঙ্গীতে আউটসোর্সিং কর্মীদের রেলপথ অবরোধ

জেলা প্রতিনিধি | গাজীপুর | প্রকাশিত: ০২:১৩ পিএম, ০৪ জুলাই ২০২২

গাজীপুরের টঙ্গীতে ছাটাই না করার দাবিতে রেলপথ অবরোধ করেছে আউটসোর্সিং কর্মীরা। সোমবার (৪ জুলাই) বেলা ১১টার দিকে লাইনের ওপর মানববন্ধন কর্মসূচি পালিত হয়।

টঙ্গী রেলওয়ে পুলিশের ইনচার্জ নুর মোহাম্মদ জানান, রেলপথ অবরোধ করে ট্রেন আটকে দেয় আউটসোর্সিং কর্মীরা। এতে ঢাকা-জয়দেবপুর রুটে ঢাকা কমিউটার, ব্রহ্মপুত্র এক্সপ্রেস, জামালপুর এক্সপ্রেস, তিতাস, কিশোরগঞ্জ এক্সপ্রেস, অগ্নিবীণা এক্সপ্রেস, একতা এক্সপ্রেস, জয়ন্তিকা এক্সপ্রেস, হাওড় এক্সপ্রেস, সুবর্ণ এক্সপ্রেস, ভাওয়াল এক্সপ্রেস, বনলতা এক্সপ্রেস বিভিন্ন স্টেশনে আটকা পড়ে। পরে ১২টা ৪০ মিনিটে লাইন ক্লিয়ার হলে টঙ্গী থেকে জামালপুর কমিউটার ঢাকায় ছেড়ে যায়।

jagonews24

রেলের আউটসোর্সিং কর্মী ইকবাল হোসেন জানান, রেলওয়েতে অস্থায়ী পদে কর্মরতদের বাদ দিয়ে ঠিকাদারের মাধ্যমে জনবল নিয়োগের আদেশ বাতিল, অস্থায়ী গেট কিপারদের চাকরি স্থায়ীকরণ ও আউটসোর্সিং নামে কালো আইন বাতিলের দাবিতে এ কর্মসূচি পালিত হয়। দাবি মানা না হলে সামনে কঠোর কর্মসূচি দেওয়া হবে।

মো. আমিনুল ইসলাম/আরএইচ/জেআইএম