বাগেরহাটে বাইকচালককে প্রকাশ্যে কুপিয়ে হত্যা
হাসপাতালে নিহতের মরদেহ
বাগেরহাটের মোরেলগঞ্জে জাহাঙ্গীর হাওলাদার (৩৮) নামে ভাড়ায় চালিত মোটরসাইকেলের এক চালককে কুপিয়ে হত্যা করেছেন আরেক চালক। এ সময় ধারালো অস্ত্রের আঘাতে নিহতের ছেলে সাকিবও আহত হন।
সোমবার (৪ জুলাই) দুপুর ২টার দিকে মোরেলগঞ্জ প্রাণিসম্পদ অফিসের সামনে এ ঘটনা ঘটে। নিহত জাহাঙ্গীর পৌরসভার ২ নম্বর ওয়ার্ডের বারইখালী গ্রামের রশিদ হাওলাদারের ছেলে।
প্রত্যক্ষদর্শীরা জানান, প্রাণিসম্পদ অফিসের সামনে আরেক মোটরসাইকেলের চালক ফরিদ জাহাঙ্গীর ও তার কলেজ পড়ুয়া ছেলে সাকিবকে ধারালো অস্ত্র দিয়ে এলোপাতাড়ি কুপিয়ে গুরুতর আহত করেন। স্থানীয়রা তাদের উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক ডা. শেখ নাদিরুজ্জামান আকাশ জাহাঙ্গীরকে মৃত ঘোষণা করেন।
মোরেলগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. সাইদুর রহমান জাগো নিউজকে বলেন, নিহতের মরদেহ ময়নাতদন্তের জন্য হাসপাতালের মর্গে রাখা হয়েছে। ঘাতক ফরিদকে আটকের চেষ্টা চলছে।
এসজে/এএসএম
সর্বশেষ - দেশজুড়ে
- ১ মাতারবাড়ী কয়লা বিদ্যুৎকেন্দ্রের স্ক্র্যাপ ইয়ার্ডে আগুন
- ২ সীমান্তে সড়ক নির্মাণ নিয়ে কথা রাখেনি বিএসএফ, ফের পতাকা বৈঠক
- ৩ নাগরিকত্ব জটিলতায় ঝুলে রইলো বিএনপি প্রার্থী ফাহিম চৌধুরীর ভাগ্য
- ৪ দাঁড়িপাল্লার পক্ষে না থাকলে ওয়াজ মাহফিল শোনার দরকার নাই
- ৫ স্কুলশিক্ষককে হাতুড়িপেটা করার অভিযোগ দুই কিশোরের বিরুদ্ধে