মোংলায় ৯ ফুট লম্বা অজগর উদ্ধার
সুন্দরবন সংলগ্ন এলাকা থেকে অজগর উদ্ধার
বাগেরহাটের মোংলা উপজেলার সুন্দরবন সংলগ্ন এলাকা থেকে ৯ ফুট লম্বা একটি অজগর উদ্ধার করেছে বনবিভাগ।
বুধবার (৬ জুলাই) সকালে উপজেলার সুন্দরবন ইউনিয়নের মাদুরপাল্টা গ্রাম থেকে অজগরটি উদ্ধার করা হয়েছে।

বাড়ির মালিক মজিদ মৃধা বলেন, সকালে হাঁস-মুরগির অস্বাভাবিক ডাক শুনে খোপের মুখ খুলে দেখি একটি অজগর শুয়ে আছে। পরে বনবিভাগের সদস্যদের খবর দিই। তারা এটি ধরে নিয়ে যান।
সুন্দরবন পূর্ব বন বিভাগের জিউধরা স্টেশন কর্মকর্তা মোহাম্মদ শাহজাহান মোক্তাদির বলেন, মুরগি খেয়ে মাজেদ মৃধার বাড়ির উঠানের সফেদা গাছে আশ্রয় নিয়েছিল অজগরটি। পরে গাছ থেকে অজগরটি উদ্ধার করেছি। এটির ওজন প্রায় ৬ কেজি।
আরএইচ/এএসএম
সর্বশেষ - দেশজুড়ে
- ১ মাতারবাড়ী কয়লা বিদ্যুৎকেন্দ্রের স্ক্র্যাপ ইয়ার্ডে আগুন
- ২ সীমান্তে সড়ক নির্মাণ নিয়ে কথা রাখেনি বিএসএফ, ফের পতাকা বৈঠক
- ৩ নাগরিকত্ব জটিলতায় ঝুলে রইলো বিএনপি প্রার্থী ফাহিম চৌধুরীর ভাগ্য
- ৪ দাঁড়িপাল্লার পক্ষে না থাকলে ওয়াজ মাহফিল শোনার দরকার নাই
- ৫ স্কুলশিক্ষককে হাতুড়িপেটা করার অভিযোগ দুই কিশোরের বিরুদ্ধে