ভিডিও ENG
  1. Home/
  2. দেশজুড়ে

অলি-গলিতে দা-বঁটিতে ধার দেওয়ার ধুম

জেলা প্রতিনিধি | দিনাজপুর | প্রকাশিত: ০২:৪৮ পিএম, ০৭ জুলাই ২০২২

কোরবানির ঈদকে সামনে রেখে দা, বঁটি, চাকু, কুড়াল, শিলপাটায় ধার দিতে ব্যস্ত সময় পার করছেন শানিরা। দিনাজপুরের অলিগলিতে এখন প্রতিনিয়তই শোনা যাচ্ছে শানিদের হাঁকডাক। কোনো কোনো শানি মুখের বদলে হ্যান্ডমাইক ব্যবহার করছেন। ফলে বহুতল ভবনের উপরতলার লোকজনও শুনতে পাচ্ছেন শানিদের হাঁকডাক। তারা প্রয়োজনমতো বঁটি, চাকু, ছুরি, চাপাতি ও শিলপাটা ধার করাচ্ছেন।

এবার করোনার হানা না থাকায় গত দু’বছরের তুলনায় কাজ বেশি বলে জানালেন এই কাজের সঙ্গে যুক্ত মফিজুল রহমান নামে এক শানি।

বিভিন্ন জনের সঙ্গে কথা বলে জানা গেছে, বঁটি ধার ৪০ থেকে ৫০ টাকা, চাকু ৩০ থেকে ৪০ টাকা, চাপাতি ৪০, আর শিলপাটা ৮০ টাকায় ধার দেওয়া হচ্ছে।

jagonews24

বাহাদুর বাজার নবরুপীর গলিতে শানি মফিজুল রহমানের সঙ্গে কথা হয় জাগো নিউজের। দীর্ঘ ৩০ বছর ধরে তিনি দিনাজপুরে এ কাজ করছেন। তার বাড়ি বিরল উপজেলার ৬নং ইউনিয়নের বারান্দর বুড়িরহাট গ্রামে।

জাগো নিউজকে তিনি বলেন, অন্যান্য সময়ের চেয়ে কোরবানির ঈদে অনেক বেশি কাজ করি। তবে করোনায় গত দুই বছর কাজ কম হলেও এবার কাজ বেশি। এখন প্রতিদিন এক থেকে দেড় হাজার টাকা পর্যন্ত আয় থাকে।

চাকু, ছুরি ও বঁটি ধার করতে আসা মোনা ইসলাম জাগো নিউজকে বলেন, অন্যান্য সময়ের চেয়ে এখন শানিরা একটু বেশিই টাকা নিয়ে থাকেন।

কোরবানির ঈদকে সামনে রেখে দিনাজপুরের মুসলমানদের ঘরে ঘরে দা, বঁটি, ছুরি ও চাপাতি শান দেওয়া আর কেনাকাটার ধুম পড়েছে। কোরবানির ঈদের সময় গরু, ছাগল, উটসহ বিভিন্ন কোরবানির পশুর মাংস প্রস্তুত করতে দা, বঁটি, ছুরি, চাপাতি, চাপড়াসহ নানা হাতিয়ারের প্রয়োজন হয়।

এমদাদুল হক মিলন/এফএ/জিকেএস