যানজট নেই ঢাকা-টাঙ্গাইল মহাসড়কে, গাড়ি সংকটে গুনতে হচ্ছে বেশি ভাড়া
এবারের ঈদযাত্রায় ঢাকা-টাঙ্গাইল মহাসড়কে যানজট নেই। বিগত বছরগুলোতে ঈদের ছুটিতে বাড়তি যানবাহনের চাপে এই মহাসড়কে ঘরমুখো মানুষকে চরম দুর্ভোগ পোহাতে হতো। তবে গত ২৬ জুন পদ্মা সেতু দিয়ে যানবাহন চলাচল শুরু হওয়ায় ব্যস্ততম এই মহাসড়কের চিরাচরিত দৃশ্য কিছুটা বদলে গেছে। ঈদের আর দুইদিন বাকি থাকলেও মহাসড়কটিতে সাধারণ সময়ের মতো নির্বিঘ্নে যানবাহন চলাচল করছে।
তবে যাত্রীদের তুলনায় যানবাহন স্বল্পতার তারণে গাড়িতে উঠতে না পেরে মির্জাপুরের গোড়াই শিল্পাঞ্চলের শ্রমিকদের ঘণ্টার পর ঘণ্টা দাঁড়িয়ে থেকে অপেক্ষা করতে দেখা গেছে। এছাড়া বাধ্য হয়ে ঘরমুখো মানুষদের ট্রাক ও পিকআপভ্যানে যাত্রা করতে দেখা গেছে। এতে তাদের কয়েকগুণ ভাড়া গুনতে হচ্ছে।

জানা গেছে, ঢাকা-টাঙ্গাইল বঙ্গবন্ধু সেতু মহাসড়কে দেশের পশ্চিম ও উত্তরাঞ্চলের প্রায় ২৬টি জেলার যানবাহন চলাচল করতো। ফেরি পারাপারে দীর্ঘ দুর্ভোগের কারণে ঝিনাইদহ, কুষ্টিয়া, চুয়াডাঙ্গা, খুলনাসহ বেশ কয়েকটি জেলার শতশত যানবাহন এ মহাসড়ক হয়ে চলাচল করতো। গত ২৬ জুন থেকে পদ্মা সেতু হয়ে যানবাহন চলাচল শুরু হওয়ায় তাদের রুট পরিবর্তন হয়েছে। এ কারণে এই মহাসড়কে যানবাহন সংখ্যা কিছুটা কমেছে। তবে দূরপাল্লার যানবাহনের পাশাপাশি সিএনজি ও ব্যাটারিচালিত অটোরিকশা যাত্রী নিয়ে মহাসড়কে চলাচল করছে।
কথা বলে জানা গেলো, গোড়াই এলাকার খান গ্রার্মেন্টসের শ্রমিক আজিজ মিয়া ও হারুন অর রশিদ এলেঙ্গা যাওয়ার জন্য গোড়াই স্টেশনে দুই ঘণ্টা ধরে দাঁড়িয়ে আছেন। অতিরিক্ত ভাড়া দিয়েও তারা বাসে উঠতে পারছেন না।

আরেক যাত্রী মানিক সরকার বলেন, স্ত্রীকে নিয়ে নাজিরপাড়া চেয়ারম্যান বাড়ি স্টেশনে প্রায় তিন ঘণ্টা দাঁড়িয়ে আছি। প্রচণ্ড গরমে একরকম হাঁপিয়ে গেছি। স্থানীয় কয়েকজন যুবক ৩৫০ টাকা করে পিকআপে যাত্রী উঠাচ্ছেন। আমারও যাওয়ার দরকার। আমি ভেতরে যাওয়ার কথা বললে তারা দুইজনের জন্য এক হাজার টাকা দাবি করেন। আমি রাজি হয়ে গেলাম।
খান গার্মেন্টসের শ্রমিক ওয়াহিদুল ইসলাম, মামুন, হৃদয়, মোক্তাদুল দঁড়িয়ে আছেন বাসের জন্য। কেউ কড্ডা, কেউ জামালপুর আবার কেউ রংপুর যাবেন। তিন/চার ঘণ্টা দাঁড়িয়ে থেকেও বাস পাচ্ছেন না বলে তারা জানান।

পিকআপচালক আলমগীর হোসেন জানান, কয়েকজন যুবক তার পিকআপে ২০ জন যাত্রী তুলে দিয়েছেন। কড্ডার মোড় পর্যন্ত প্রতিজনের কাছ থেকে ৩৫০ টাকা করে নিয়ে তাকে চার হাজার টাকা দিয়ে বাকি টাকা তারা নিয়ে গেছেন।
গোড়াই হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আজিজুল হক বলেন, ঘরমুখো মানুষের যাত্রা নির্বিঘ্ন করতে ঢাকা-টাঙ্গাইল মহাসড়কের বিভিন্ন স্পটে বিপুল সংখ্যাক পুলিশ মোতায়েন রয়েছে। মহাসড়কে যানবাহনের চাপ থাকলেও গতি স্বাভাবিক রয়েছে। আজ থেকে গার্মেন্ট বন্ধ হয়েছে। সন্ধ্যার পর গাড়ির চাপ আরও বৃদ্ধি পাবে। এবারের ঈদকে কেন্দ্র করে যানজটের আশঙ্কা নেই বলে আশা প্রকাশ করছি।

যাত্রীদের জিম্মি করে অতিরিক্ত টাকা নেওয়ার বিষয়য়ে জানতে চাইলে বলেন, এ বিষয়ে দ্রুত প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।
এস এম এরশাদ/এমআরআর/জিকেএস