ভিডিও EN
  1. Home/
  2. দেশজুড়ে

নাটোরে ২৭ বছর পর যাবজ্জীবন সাজাপ্রাপ্ত আসামি গ্রেফতার

জেলা প্রতিনিধি | নাটোর | প্রকাশিত: ০৩:৪৮ পিএম, ২৩ জুলাই ২০২২

হত্যাকাণ্ডের ৩০ বছর পর যাবজ্জীবন সাজাপ্রাপ্ত পলাতক আসামি শাহজাহান ওরফে সোহরাব হোসেন স্বপনকে (৫৪) গ্রেফতার করেছে র‌্যাব। শনিবার (২৩ জুলাই) সকালে সিরাজগঞ্জের হাটিকুমুরুল এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়।

গ্রেফতার শাহজাহান নাটোরের নলডাঙ্গা উপজেলার পশ্চিম সোনাপাতিল গ্রামের মৃত হোসেন আলীর ছেলে।

র‌্যাব-৫ রাজশাহীর উপ-অধিনায়ক মেজর মাহমুদ হাসান সংবাদ সম্মেলনে জানান, ১৯৯২ সালের ১৭ মে শাহজাহান প্রকাশ্যে একই গ্রামের শাহাদাত আলীকে ছুরিকাঘাতে হত্যা করেন। এ ব্যাপারে মামলা হলে আদালত শুনানি শেষে শাহজাহান আলীর অনুপস্থিতিতে ১৯৯৫ সালের ২ মে নাটোরের জেলা ও দায়রা জজ তাকে যাবজ্জীবন কারাদণ্ড দেন। একই সঙ্গে পাঁচ হাজার টাকা জরিমানা অনাদায়ে আরও এক বছরের কারাদণ্ড দেন। হত্যাকাণ্ডের ত্রিশ বছর পর গোয়েন্দা তথ্যের ভিত্তিতে র‌্যাব শাহজাহান আলীকে গ্রেফতার করে।

এসময় নাটোর সিপিসি-২ র‌্যাব ক্যাম্পের কোম্পানি অধিনায়ক মো. ফরহাদ হোসেন ও কোম্পানির উপ-অধিনায়ক মো. রফিকুল ইসলাম প্রমুখ উপস্থিত ছিলেন।

রেজাউল করিম রেজা/আরএইচ/জিকেএস