ভিডিও ENG
  1. Home/
  2. দেশজুড়ে

দেশের মানুষকে বাঁচাতে আন্দোলনের বিকল্প নেই: নোমান

জেলা প্রতিনিধি | গাজীপুর | প্রকাশিত: ০৭:০০ পিএম, ৩০ জুলাই ২০২২

বিএনপির সহ-সভাপতি আব্দুল্লাহ আল নোমান বলেছেন, দেশের মানুষকে বাঁচাতে আন্দোলনের বিকল্প নেই। বেগম খালেদা জিয়া বাইরে থাকলে বর্তমান মাফিয়া সরকার বহু আগেই বিদায় হয়ে যেতো। দেশনেত্রীর এ শূন্যতা তারেক রহমানের নেতৃত্বে এগিয়ে নিতে হবে।

শনিবার (৩০ জুলাই) বিকেল ৩টায় গাজীপুর জেলা বিএনপি কার্যালয়ের সামনের এক সমাবেশে তিনি এসব কথা বলেন।

গাজীপুর মহানগর বিএনপি’র আহ্বায়ক সালাহউদ্দিন সরকারের সভাপতিত্বে ও সদস্য সচিব সোহরাব উদ্দিনের সঞ্চালনায় সমাবেশে বিএনপি নেতা হাসান উদ্দিন সরকার, ডা. মাজহারুল আলম, শওকত হোসেন সরকার, আহমেদ আলী রুশদী, হান্নান মিয়া হান্নু, অ্যাডভোকেট আব্দুস সালাম শামীম, মাহবুব আলম শুক্কুর, সুরুজ আহমেদ, জয়নাল আবেদীন তালুকদার, পাপ্পু সরকার, আসাদুজ্জামান কিরণ, হুমায়ুন কবীর সাজু, মাহামুদুল হাসান রাজু, রাশেদুল আলম, শাহাদাৎ হোসেন শাহীন ও জাহাঙ্গীর আলম প্রমুখ উপস্থিত ছিলেন।

মো. আমিনুল ইসলাম/আরএইচ/জেআইএম