ভিডিও EN
  1. Home/
  2. দেশজুড়ে

এসি নষ্ট, বাসের জানালা খুলে পার্কের বাঘ-সিংহ দেখছেন দর্শনার্থীরা

আমিনুল ইসলাম | গাজীপুর | প্রকাশিত: ১০:৩১ এএম, ০১ আগস্ট ২০২২

গাজীপুরে অবস্থিত বঙ্গবন্ধু শেখ মুজিব সাফারি পার্কের আটটি বাসের মধ্যে ৬টি বাসেরই এসি নষ্ট থাকায় বাসের জানালা খুলে ঝুঁকি নিয়ে বাঘ, সিংহ ও ভাল্লুকের মতো হিংস্র প্রাণী দেখছেন দর্শনার্থীরা। নষ্ট এসি মেরাতমতের জন্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে বারবার তাগাদা দিলেও সুফল মিলছে না বলে জানিয়েছেন নাম প্রকাশে অনিচ্ছুক বাসের একাধিক চালক।

জানা গেছে, শুক্র ও শনিবার ছাড়াও বিভিন্ন ছুটির দিনগুলোতে বঙ্গবন্ধু শেখ মুজিব সাফারি পার্কে বিপুল সংখ্যক দর্শনার্থীর সমাগম ঘটে। পার্কে আগত সকল দর্শনার্থীরই প্রধান আকর্ষণ থাকে স্বচক্ষে বাঘ, সিংহ ও ভল্লুকের মতো হিংস্র প্রাণী দর্শন।

পরিবারের সদস্যদের নিয়ে সাফারি পার্কে যাওয়া মাহফুজুর রহমান জানান, শুক্রবার স্ত্রী-সন্তানসহ পরিবারের ছয় সদস্য নিয়ে সাফারি পার্কে যান। অন্যান্য প্রাণী দেখার পর কোর সাফারিতে যাওয়ার পর যে বাসটিতে উঠেছিলেন সেটিতে এসি কাজ করছিল না। চালককে এসি চালুর কথা জানালে তিনি জানান এসি নষ্ট। একদিকে প্রচণ্ড গরম অপরদিকে বৃষ্টি। ফলে কোনো অবস্থাতেই বাসের জানালা খোলা যাচ্ছিল না। বাসের মধ্যে ফ্যানও নেই। এক পর্যায়ে গরমে অতিষ্ট হয়ে অনেক অভিভাবক বাঘ, সিংহ দেখার জন্য জানালা খুলে দেন। চালক বার বার নিষেধ করলেও কেউ চালকের কথায় কান দেননি।

তিনি জানান, খোলা জানালা দিয়ে শিশুরা হাত নাড়ছে এবং ছবি তুলছে যা অত্যন্ত ঝুঁকিপূর্ণ। এতে যে কোনো সময় মারাত্মক দুর্ঘটনা ঘটতে পারে।

পার্কে কর্মরত একাধিক কর্মচারী নাম প্রকাশ না করার শর্তে বলেন, কোর সাফারির ঠিকাদার টিকিট বিক্রি করে কোটি কোটি টাকা আয় করছেন আর বাসের নষ্ট এসিগুলো বারবার বলার পরও মেরামত করছেন না। কর্তৃপক্ষকে জানালে তারাও কোনো পদক্ষেপ নিচ্ছে না।

এ ব্যাপারে বঙ্গবন্ধু শেখ মুজিব সাফারি পার্কের ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. রফিকুল ইসলাম বলেন, মিডিয়ার বা সাংবাদিকদের সঙ্গে পার্ক সংশ্লিষ্ট কোনো তথ্য প্রদান বা বক্তব্য দেওয়া নিষেধ রয়েছে। যা বলার পার্কের ঊর্ধ্বতন কর্মকর্তারা বলতে পারবেন।

সাফারি পার্কের প্রকল্প পরিচালক ইমরান আহমেদ জানান, বাসের নষ্ট এসিগুলো মেরামতের জন্য গত বছর বাজেট ছিল না। এ বছর বাজেট প্রাপ্তি সাপেক্ষে এসি মেরামত করা হবে।

পর্যটকবাহী বাসের এক চালক জানান, আমরা পার্ক অফিসে বারবার জানাচ্ছি এসি ঠিক করার জন্য। বাঘ-সিংহের আক্রমণ হতে পারে জেনেও জানালা খোলা রাখা ছাড়া আর উপায় থাকছে না। কারণ প্রচণ্ড গরমে দর্শনার্থীরা ছটফট করতে থাকেন। প্রায় ছয় মাস ধরে এ অবস্থা বিরাজ করলেও কার্যকর কোনো ব্যবস্থা নেই। আর এসব নিয়ে প্রতিদিন পর্যটকদের সঙ্গে আমাদের ঝগড়া করতে হচ্ছে।

এফএ/জেআইএম